বিশ্বকাপে সম্ভাবনার প্রশ্নে দুই মেরুতে সাকিব-শান্ত
দিন কয়েক আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গে টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছিলেন মাতামাতি তার একদমই পছন্দ না। তিনি এসব নিয়ে কথা বলতেও আগ্রহী নন। দর্শকরা বড় প্রত্যাশা রাখবেন এটাও চান না তিনি। বরং দর্শক এবং গণমাধ্যম যদি চুপচাপ থাকে তবেই নাকি তিনি খুশি হবেন। যুক্তরাষ্ট্র বিশ্বকাপ শুরুর দিন চল্লিশেক আগে আমেরিকায় বসে সাকিবকেও মোকাবেলা করতে হলো একই ধরনের প্রশ্ন।
এই টুর্নামেন্ট তথা টি-টোয়েন্টিতেই আহামরি সাফল্য নেই সাকিবদের। গত আসরেও সাকিবের দল করেছে হতাশ। সবশেষ ওয়ানডে বিশ্বকাপটাও সাকিবের নেতৃত্বে হতাশায় কেটেছে টাইগারদের। এই বিশ্বকাপের আগে দলের কেমন সম্ভাবনা দেখেছেন সাকিব?
এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থায় আসছি কি না, এটা বলাটা একটু মুশকিল। তবে টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারাতে পারে, বড় ছোট দল নেই। আমাদের বিশ্বাসটা দরকার, ওই বিশ্বাসটা নিয়ে যদি খেলতে পারি, আমরা ভালো করব। বলছি না, ট্রফি জিততে পারব কি পারব না। তবে আমাদের ভালো কিছুর সম্ভাবনা আছে।’
সাকিবের কথা আর শান্ত'র কথা দুটো দুই মেরুতে। একজন মাতামাতি কিংবা প্রত্যাশার ব্যাপারে জিরো টলারেন্সে। আরেকজন শুনালেন তিনি দেখছেন ভালো কিছুর সম্ভাবনা আছে।