আইপিএলে পাঁচের বেশি ছক্কা মারায় এগিয়ে কে?

আইপিএলে পাঁচের বেশি ছক্কা মারায় এগিয়ে কে?

গুজরাটের বিপক্ষে ম্যাচে, মোহিত শর্মার করা ইনিংসের শেষ ওভারে রিশাভ পান্থ হাঁকিয়েছেন চার ছক্কা। সবমিলিয়ে পুরো ইনিংসে তার ছক্কার সংখ্যা ছিলো আটটা। আইপিএলে ইনিংসে পাঁচ বা এর অধিক ছক্কা মারার কীর্তি রিশাভের জন্য এবারই প্রথম না। এর আগেও আরও চারবার এই কীর্তি গড়েছিলেন দিল্লি কাপ্তান। এই নিয়ে সেটা হলো পাঁচ। ব্যাট করেছেন ১০৬ ইনিংস।

এমন ঘটনাকে রীতিমতো নিয়মিত কাণ্ডে পরিণত করা ক্রিস গেইল কতবার ইনিংসে পাঁচ বা তার বেশি ছক্কা মেরেছেন শুনলে অবাক হতে পারেন। আইপিএলে ১৪১ ইনিংস ব্যাট করা গেইল ১৫ বার ইনিংসে পাঁচ বা এর অধিক ছক্কা মেরেছেন৷

গেইলের পরের নামটাও প্রত্যাশিত। তার ন্যাশনাল টিমের সতীর্থ আন্দ্রে রাসেল। দিল্লি এবং কলকাতার হয়ে খেলা এই হার্ডহিটার এই কাজটা করেছেন ছয়বার। ব্যাট করেছেন ১০১ ইনিংস।

রিশাভ ছাড়াও পাঁচবার করে ইনিংসে পাঁচ বা ততোধিক ছক্কা হাঁকিয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক এবং দিল্লির সাবেক ব্যাটার স্যাঞ্জু স্যামসন। ব্যাট করেছেন ১৫৬ ইনিংস।

পাঁচবার ইনিংসে পাঁচ বা ততোধিক ছক্কা হাঁকানোর আরেক ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। দিল্লিতে আইপিএল ক্যারিয়ার শুরু করা আরসিবি লিজেন্ড এই কাজটা করেছেন ১৭০ ইনিংস ব্যাট করে।

সম্পর্কিত খবর