বিতর্কিত আউট, ‘মাশা আল্লাহ’ লিখে মুশফিকের প্রতিবাদ
ঢাকা প্রিমিয়ার লিগে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং যেন নিয়মেই পরিণত হয়েছে। আর সেই নিয়মেই গতকাল মোহামেডানের বিপক্ষে ছক্কা হাঁকিয়েও বাউন্ডারি লাইনে ক্যাচ আউটের শিকার হয়েছেন প্রাইম ব্যাংকের মুশফিকুর রহিম। এ নিয়ে মাঠেই প্রতিবাদ জানিয়েছিলেন তার সতীর্থ তামিম ইকবাল। দেখিয়েছিলেন বাউন্ডারি লাইন ছুঁয়ে ফেলা আবু হায়দার রনির নেওয়া সেই ক্যাচের ভিডিও। তবে কাজ হয়নি কিছুই।
আম্পায়ারের পূর্বের নেওয়া আউটের সিদ্ধান্তে সাজঘরের পথ ধরতে হয়েছে ১০ রানে থাকা মুশফিককে। এরপর তো হারতে হয়েছে ম্যাচটাও। আর তাতে যেন মুশফিকের ক্ষোভটা বেড়ে গিয়েছে আরও। কেননা, ১১১*, ৭১ ও ৪৪ রানের ইনিংসের পর এই ইনিংসটাও যে ফুলেফেপে উঠতে পারত আরও। রাখতে পারতো দলের জয়ে ভূমিকাও। আর সেই কারণেই আম্পায়ারের ভুল সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ মুশি। যার প্রতিবাদটাও এবার জানিয়েছেন তিনি।
যা নিয়ে আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই বিতর্কিত ক্যাচের ছবি শেয়ার করেছেন মুশি। যাতে স্পষ্ট দেখা যায়, বল হাতে থাকা অবস্থায় বাউন্ডারি লাইন স্পর্শ করেছিলেন ফিল্ডার রনি। আর এই বিতর্কিত আউটের ছবির ক্যাপশনে মুশি লিখেছেন, ‘মাশা আল্লাহ’। এর সঙ্গে আবার ‘স্যালুট’ দেওয়ার তিনটি ইমোজিও জুড়ে দিয়েছেন মুশি। যাতে স্পষ্ট হয়েছে আউটটি কোনোভাবেই মানতে পারছেন না মুশি। একই সঙ্গে যা প্রশ্নবিদ্ধ করেছে ডিপিএলে আম্পায়ারিংয়ের মান।
মুশফিকের সেই ছবিতে কমেন্ট করেছেন তার একসময়ের জাতীয় দলের সতীর্থ রুবেল হোসেন। সেই কমেন্টে রুবেল লিখেছেন, ‘খুবই দুঃখজনক ভাই।’
মুশফিকের বিতর্কিত সেই আউটের ম্যাচে মোহামেডানের করা ৩১৭ রানের লক্ষ্যে শেষ পর্যন্ত ২৮৪ রানে থামে প্রাইম ব্যাংকের ইনিংস। ম্যাচ হারে ৩৩ রানের ব্যবধানে। আর এ জয়েই প্রিমিয়ার লিগ শিরোপার রেসে এখনও টিকে আছে মোহামেডান। আটকে গেছে আবাহনীর শিরোপা জয়।