মার্শের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে গুলবাদিন 

মার্শের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে গুলবাদিন 

আইপিএলের গেল আসরটাও খুব একটা ভালো কাটেনি দিল্লি ক্যাপিটালসের তারকা অজি ব্যাটার মিচেল মার্শের। ৯ ম্যাচে টপ-অর্ডারের এই ব্যাটার করেছেন স্রেফ ১২৮ রান। ব্যাটিং গড় ১৫-এরও নিচে। এবারের আসরও অনেকটা ছন্দহীন শুরু ছিল এই ডানহাতি ব্যাটারের। সঙ্গে আবার যুক্ত হয় চোট। আসরের শুরুর দিকে পাওয়া সেই চোটে এবার পুরো মৌসুম থেকেই ছিটকে গেলেন মার্শ। এতেই তার বদলি হিসেবে দিল্লি দলে ভিড়িয়েছে আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইবকে। 

আইপিএলে এই প্রথমবারের মতো দল পেলেন নাইব। নিলামে অবিক্রিত থাকলেও মার্শের চোটে কপাল খুলল তার। ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতেই তাকে দলে দিয়েছে দিল্লি। 

গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মার্শের পরিবর্তে গুলবাদিনকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ফ্রাঞ্চাইজিটি। 

মার্শের পুরো আসর থেকে ছিটকে যাওয়ার বিষয়টি জানা গিয়েছিল আগেই। গত ৪ এপ্রিল কলকাতার বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন এই অজি তারকা। পরে তার স্বদেশী এবং দিল্লির কোচ গত সোমবার জানান, চলতি আইপিএলে আর থাকছেন না মার্শ। 

স্বল্প এই ফরম্যাটের অস্ট্রেলিয়া জাতীয় দায়িত্ব প্যাট কামিন্স ছাড়লে তা এসে পড়ে মার্শের হাতে। এমনকি আসন্ন বিশ্বকাপেও তার হাতে থাকার কথা নেতৃত্ব।

এদিকে বিপিএল মাতানো এই গুলবাদিন আফগানিস্তান জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৬৫টি। সেখানে ৮০৭ রান ছাড়াও নিয়েছেন ২৬ উইকেট। 

সম্পর্কিত খবর