বিশ্বকাপে রেকর্ড ওপেনিং জুটি তামিম-লিটনের

বিশ্বকাপে রেকর্ড ওপেনিং জুটি তামিম-লিটনের

টাইগার ওপেনার তানজিদ তামিমকে নিয়ে আলোচনা কিংবা সমালোচনা কম হয়নি। বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ম্যাচে তিনি বুঝিয়ে দিলেন কেন টিম ম্যানেজমেন্ট তার উপর এতো ভরসা করেন। নিজে করেছেন হাফসেঞ্চুরি, পাশাপাশি আরেক ব্যাটার লিটন দাসের সঙ্গে গড়েছেন ৯৩ রানের এক দারুণ উদ্বোধনী জুটি। যার সুবাদে বিশ্বকাপ ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ রানের ওপেনিং জুটি গড়েন এই দুই ব্যাটার।

এর আগে, বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রানের উদ্বোধনী ছিল ৬৯ রানের। ১৯৯৯ বিশ্বকাপে সেই জুটি গড়েছিলেন মেহেরাব হোসেন অপি এবং শাহরিয়ার হোসেন বিদ্যুত। ম্যাচটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। এবার ২৪ বছর পর, ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে সেই রেকর্ড ভেঙ্গেছে তানজিদ তামিম-লিটন দাস জুটি।

পুনের ব্যাটিং ট্র্যাকে এদিন কিছুটা সাবধানী শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার। তবে সময় যতো গড়িয়েছে রান তোলার গতি ততোটাই বাড়িয়েছেন এই দুই ব্যাটার। এমনকি তানজিদ-লিটনের উদ্বোধনী জুটি ভাঙার আগে বাংলাদেশের ইনিংস রান রেট ছিল ৬ এর উপরে। যদিও আপার মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতার কারণে এদিন ৩০০ রানের কোটা স্পর্শ করতে পারেনি বাংলাদেশ। তবুও তানজিদ তামিম এবং লিটন দাসের ফিফটির উপর ভিত্তি করে কিছুটা লড়াই করার মতো পুঁজি পেয়েছে বাংলাদেশ।

তানজিদ হাসান তামিম করেছেন ৪৩ বলে ৫১ রান এবং লিটন দাস খেলেছেন ৮২ বলে ৬৬ রানের এক দায়িত্বশীল ইনিংস।

সম্পর্কিত খবর