জিম্বাবুয়েকে হারিয়ে চমক অনুদানে ক্রিকেট সামগ্রী কেনা ভানুয়াতুর 

জিম্বাবুয়েকে হারিয়ে চমক অনুদানে ক্রিকেট সামগ্রী কেনা ভানুয়াতুর 

ক্রিকেটে লাল-সবুজের দল বাংলাদেশকে এখন প্রায় পুরো বিশ্বই চেনে। তবে লাল-সবুজের সঙ্গে হলুদটা মেলালে নতুন এক নাম আসে, ভানুয়াতু। নামটা দেখে ভড়কে যেতে পারেন অনেকেই, তাও আবার নামটি যখন ক্রিকেটের সঙ্গে। ওশেনিয়া মহাদেশের ছোট্ট এক দ্বীপদেশ। ছোট্ট এই দেশটির নারী ক্রিকেট দলটি আনল বেশ বড়সড় চমক।  

বিশ্বকাপ বাছাইয়ে তারা ৬ উইকেটে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ের নারী ক্রিকেট দলকে। আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই ভানুয়াতু শুরু করে বিশ্বকাপ বাছাইয়ের আসরটি। জয়টি বিশেষ কিছুই হয়ে থাকবে দলটির। কেননা ক্রিকেট খেলার জন্য প্রয়োজনীয় সামগ্রী এই দেশটির ক্রিকেটারদের কাছে আসে বিভিন্ন অনুদান বা চাঁদায় তোলা অর্থ থেকে। তা দিয়ে বিশ্বকে এবার তাক লাগিয়ে দিল ভানুয়াতু। 

র‍্যাঙ্কিং বিচারেও ভানুয়াতু পিছিয়ে বেশ খানিকটা। দ্বাদশ অবস্থানে থাকা জিম্বাবুয়ের বিপরীতে ভানুয়াতুর অবস্থান ৩০-এ। ২০০৯ সালে আইসিসি সহযোগী সদস্যের মর্যাদা পেলেও এই প্রথম দেশটির নারী-পুরুষদের মধ্যে কোনো দল খেলছে বিশ্বকাপ বাছাইয়ে। 

গতকালের ম্যাচটিতে টসে জিতে আগে নামা জিম্বাবুয়েকে স্রেফ ৬১ রানেই আটকে দেয় ভানুয়াতু। দেশটির পক্ষে ৪ ওভার বল করে ১৩ রান খরচে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন নাসিমানা নাভাইকা। এছাড়া তিনটি উইকেট নিয়েছেন ভানিসা ভিরা। 

সহজ সেই লক্ষ্য তাড়ায় খুব একটা বেগও পেতে হয়নি ওশেনিয়ার দেশটিকে। ৪ উইকেট হারিয়ে ১৬ ওভার ৩ বলেই তারা পৌঁছে যায় লক্ষ্যে। জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচটিই ছিল তাদের আইসিসির পূর্ণকালীন কোনো সদস্য দেশের বিপক্ষে প্রথম ম্যাচ। 

 

সম্পর্কিত খবর