মাঞ্জেরেকারের বিশ্বকাপ দলে নেই কোহলি-গিলরা 

মাঞ্জেরেকারের বিশ্বকাপ দলে নেই কোহলি-গিলরা 

দিনের হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি ৩৬ দিন। শেষ সময়ে দলগুলোর এখন যেই কাজে সবচেয়ে বেশি ব্যস্ত সেটি হলো স্কোয়াড নির্ধারণ। ভারতে চলমান আইপিএলে দারুণ ফর্মে আছেন দেশীয় ক্রিকেটাররা। এতে আসন্ন টুর্নামেন্টটির জন্য দল সাজাতে বেশ মধুর সমস্যায় পড়তে হবে দেশটির ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। 

বোর্ড যখন সেই প্রক্রিয়ায় ব্যস্ত তখন দেশের সাবেক ক্রিকেটারসহ বিশ্লেষকরা মেতেছেন ভারতের জন্য নিজেদের পছন্দের বিশ্বকাপ দল সাজাতে। দেশটির সাবেক ব্যাটার সঞ্জয় মাঞ্জেরেকারও সাজিয়েছেন ১৫ সদস্যের একটি দল। তবে সেখানে জায়গা মেলেনি বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, শুভমান গিলদের মতো তারকাদের। 

স্টার স্পোর্টসের 'এক্স' অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে নিজেদের দল সাজিয়েছেন মাঞ্জেরেকার। সেখানে দলের অধিনায়ক ও ওপেনার হিসেবে রোহিত শর্মাকে রেখেছেন তিনি। তার সঙ্গে আরেক ওপেনার হিসেবে রেখেছেন যশস্বী জয়সওয়ালকে। তিনে কোহলির জায়গা ছাপিয়ে মাঞ্জেরেকারের দলে জায়গা মিলেছে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের। 

মিডল অর্ডারের তিন নাম সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত ও লোকেশ রাহুল। দলে রেখেছেন দুই স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ক্রুনাল পান্ডিয়াকে। স্পিনার দুই জন যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব। বাকি পাঁচজনই পেসার। সেই তালিকায় আছেন যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আভেশ খান, হারশিত রানা ও মায়াঙ্ক যাদব। 

উল্লেখ্য, আগামী ২ জুন থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে যৌথভাবে আসরটির আয়োজক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। আসরে ভারতের প্রথম ম্যাচ আগামী ৬ মে, আয়ারল্যান্ডের বিপক্ষে। 

সম্পর্কিত খবর