ইডেনে কলকাতার রেকর্ড ২৬১ রানের সংগ্রহ  

ইডেনে কলকাতার রেকর্ড ২৬১ রানের সংগ্রহ  

আগে ব্যাট করে ঝোড়ো শুরু এবং বিশাল সংগ্রহ দাঁড় করানো যেন আইপিএলের এবারের আসরের নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবং যেই দলগুলোর ক্ষেত্রে এই তকমা তাদের মধ্যে অন্যতম কলকাতা নাইট রাইডার্স। আরও একবার বিধ্বংসী ব্যাটিং প্রদর্শনী শেষে পাঞ্জাব কিংসের সামনে ২৬২ রানের পাহাড়সমান লক্ষ্য দাঁড় করাল শ্রেয়াস আইয়ারের দল।

৬ উইকেটে ২৬১ রানে এই সংগ্রহ ইডেনে আইপিএলের ১৭ আসরের কোনো দলের করা সর্বোচ্চ রানের ইনিংসে। আগে রেকর্ডটি ছিল চেন্নাই সুপার কিংসের কাছে। গত আসতে তারা তুলেছিল ৪ উইকেটে ২৩৫ রান। তাদের বেশ খানিকটাই ছাড়িয়ে ইডেনের রেকর্ডটি এখন হোম টিম কলকাতার। 

আরও একবার দলটির বড় সংগ্রহের আরও একবার কৃতিত্ব দুই ওপেনার সুনীল নারাইন ও ফিল সল্টের। তাদের ১৩৮ রানের বিধ্বংসী জুটিতেই গড়ে যায় বড় সংগ্রহের ভিত। পরে তা শেষ পর্যন্ত ধরে রাখেন শ্রেয়াস-ভেঙ্কেটেশরা। 

ক্রিকেটের নন্দনকানন খ্যাত কলকাতার ইডেন গার্ডেনসে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংসের অধিনায়ক স্যাম কারান। 

সেখানে শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন নারাইন ও সল্ট। দারুণ এক ফিফটি তুলে ৩১ বলে ৭২ রান করে ফিরলে ভাঙে তাদের ৬২ বলে ১৩৮ রানের জুটি। ওভার দুইয়ের ব্যবধানে ফেরেন সল্টও। তার ব্যাট থেকে আসে ৩৭ বলে ৭৫ রানের আরেক বিধ্বংসী ইনিংসে। 

দুই ওপেনার ফিরলেও এদিন কমেনি রানের গতি। ১৫ ওভার ২ বলেই কলকাতার সংগ্রহ ছাড়ায় দুইশ। পরে শেষ দিকে ওপেনার শ্রেয়াস ২৮ ও ভেঙ্কেটেশের ৩৭ রানের ইনিংসে চড়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২৬১ রানের। যা আইপিএলে কলকাতার দ্বিতীয় সর্বোচ্চ এবং সামগ্রিকভাবে ষষ্ঠ সর্বোচ্চ সংগ্রহের ইনিংস।  

সম্পর্কিত খবর