ইতিহাস গড়ে কলকাতাকে হারাল পাঞ্জাব
ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বরাবরই দাপুটে। গতরাতেও নিজেদের ইনিংসে ব্যাট হাতে সেই দাপটের প্রমাণই দিয়েছিল তারা, ব্যাটারদের তাণ্ডবে তুলে নিল দলীয় ২৬১ রান। এই বিশাল লক্ষ্য তাড়া করে জিততে হলে পাঞ্জাব কিংসকে গড়তে হতো রেকর্ড। সেই অসাধ্যই সাধন করে দেখাল সফরকারীরা। কলকাতার দেওয়া বিশাল লক্ষ্য টপকে ৮ উইকেটের বড় জয় তুলে নিল পাঞ্জাব।
এদিন টসে জিতে শুরুতে স্বাগতিকরা ব্যাটিংয়ে পাঠায় পাঞ্জাব। ব্যাট হাতে নেমে কলকাতার দুই ওপেনার যেন ঝড় বইয়ে দিলেন। প্রথম পাওয়ার-প্লেতে কোনো উইকেট না হারিয়েই তাদের সংগ্রহে ৭৬ রান। নবম ওভারে তাদের সেই রান ছাড়াল একশো। ফিল সল্ট ৩৭ বলে ৭৫ এবং সুনীল নারাইনের ব্যাট থেকে এলো ৩২ বলে ৭১ রান। দলের উড়ন্ত সূচনাকে আরও উচ্চতায় নিয়ে গেলেন ভেনকাটেশ আইয়ার, আন্দ্রে রাসেল ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার। নির্ধারিত ওভার শেষে কলকাতার মোট সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৬১ রান।
লক্ষ্যটা বেশ বড়, জিততে হলে ইডেন গার্ডেন্সে কলকাতার বিপক্ষে গড়তে হবে রেকর্ড। এগুলো মাথায় না নিয়েই যেন চাপমুক্ত থেকে ব্যাটিংয়ে নামলেন পাঞ্জাবের দুই ওপেনার। পাওয়ার-প্লের শেষে বলে এসে সাজঘরে ফিরলেন প্রভসিমরান সিং, তবে ততক্ষণে দলকে যা এগিয়ে দিয়ে যাওয়ার না করে গেছেন, খেলেছেন ২০ বলে ৫৪ রানের ঝোড়ো এক ইনিংস।
আরেক ওপেনার জনি বেয়ারস্টো দলের প্রয়োজনের এই রাতে খেললেন নিজের আইপিএল ক্যারিয়ারের সেরা ইনিংসটিই। ৪৫ বলে সেঞ্চুরি তুলে নিলেন। তার সঙ্গে থাকা রাইলি রুসোও সাবলীলভাবে ব্যাট চালালেন, যদিও ১৬ বলে ২৬ রান করে আউট হন তিনি। শেষে শশাঙ্ক সিংয়ের ২৮ বলে ৬৮ রানের তাণ্ডবে জয়ের দুয়ারে পৌঁছে যায় পাঞ্জাব। ৮ বল এবং ৮ উইকেট হাতে রেখে ইতিহাস গড়ে কলকাতাকে হারিয়ে দেয় পাঞ্জাব কিংস। ৪৮ বলে শেষ পর্যন্ত ১০৮ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন ইংলিশ ব্যাটার বেয়ারস্টো।
এই জয়ের পর পয়েন্ট তালিকার আটে আছে পাঞ্জাব, ৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬। অপরদিকে ৮ ম্যাচে ১০ পয়েন্টের সঙ্গে দুইয়েই আছে কলকাতা।