গুলেরের গোলে লিগ শিরোপার দুয়ারে রিয়াল 

গুলেরের গোলে লিগ শিরোপার দুয়ারে রিয়াল 

লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব মিলিয়ে দুর্দান্ত সময় পার করছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে মৌসুমের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ও বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে হারিয়ে সেমিতে পৌঁছেছে স্প্যানিশ জায়ান্টরা। এদিকে লা লিগায় তাদের ফর্ম যেন আরও তুঙ্গে। সেখানে সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতল তারা। আগে ম্যাচে মৌসুমের শেষ এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপার পথে নিজেদের অবস্থান আরও শক্ত করেছিল রিয়াল। এবার রিয়াল সোসিয়েদাদকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপার একদম দুয়ারে এসে পৌঁছালো কার্লো আনচেলত্তির দল। 

এই জয়ে ৩৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট দাঁড়াল ৮৪। যা এক ম্যাচ কম খেলা বার্সার চেয়ে ১৪ বেশি। এতে বাকি পাঁচ ম্যাচে রিয়ালের অনেকটা বার্সার ধরাছোঁয়ার বাইরেই থাকবে। 

সামনেই চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনাল ম্যাচ, বায়ার্নের বিপক্ষে আগামী মঙ্গলবারে। এতেই গত রাতে সোসিয়াদাদের মাঠে আগে ম্যাচে একাদশ থেকে ন্য পরিবর্তন নিয়ে নামে রিয়াল। ভিনিসিউস, রদ্রিগো, বেলিংহাম, ক্রুসদের ছাড়া শুরুতে কিছুটা ম্যাড়মেড়ে ফুটবল খেললেও দ্রুতই আক্রমণে ফেরে তারা। 

ম্যাচের ২৯তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নেট রিয়াল এবং তাতেই বাজিমাত। ডি-বক্স বাইলাইন প্রান্ত থেকে দানি কারবাহালের বাড়িয়ে দেওয়া বল ছয় গজ বক্সে সামনে পেয়ে যান আর্দা গুলের এবং সেটিকে জালে পৌঁছাতে কোনো ভুল করেননি এই ১৯ বছর বয়সী তরুণ। 

পরে প্রথমার্ধসহ ম্যাচের বাকি সময়ে দুই দলের কেউই গোলের দেখা না পেলেও ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এদিকে চোট থেকে সেরে উঠলেও কোনো ঝুঁকি না নেওয়ায় ম্যাচটির দলে ছিলেন না থিবো কোর্তোয়া। তবে সব ঠিকঠাক থাকলে লিগে রিয়ালের পরের ম্যাচ কাদিজের বিপক্ষে মাঠে ফিরবেন এই বেলজিয়ান তারকা গোলরক্ষক। 

সম্পর্কিত খবর