প্রিমিয়ার লিগে ফিরল লেস্টার সিটি

প্রিমিয়ার লিগে ফিরল লেস্টার সিটি

লোফটাস রোডে যখন লিডস ইউনাইটডকে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করলো কুইন্স পার্ক রেঞ্জার্স তখন উদযাপনে মেতে উঠল আরেক ইংলিশ ক্লাব লেস্টার সিটি। কেননা ততক্ষণে তাদের প্রিমিয়ার লিগে ফেরাটা নিশ্চিত হয়ে গেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের গত আসরে ১৮তম অবস্থানে থেকে শেষ করায় অবনমনে গিয়েছিল লেস্টার সিটি। তবে এক মৌসুম পরই আবার ইংলিশদের ক্লাব প্রতিযোগিতার শীর্ষ লড়াইয়ে ফিরল ২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়নরা। 

২০১৫-১৬ মৌসুমে আর্সেনাল, ম্যান সিটি, টটেনহামের মতো জায়ান্টদের ছাড়িয়ে প্রথমবারের মতো লিগ শিরোপা জিতেছিল লেস্টার সিটি। এরপর থেকে ক্লাবটির মৌসুম শেষে সর্বনিম্ন অবস্থান ছিল ১২তম। এছাড়া সাধারণত শীর্ষ দশে থেকেই লিগ শেষ করে আসছিল তারা। তবে গত মৌসুমে বড়সড় ধাক্কা খেয়ে দ্বিতীয় স্তরে নেমে যায় আব্দুল ফাতাউ-জেমি ভার্ডিরা। 

ইএফএল চ্যাম্পিয়নশিপে ৪৪ ম্যাচ শেষে শীর্ষে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৯৪। অর্থাৎ, লিগের বাকি দুই ম্যাচ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে পুরো ১০০। এদিকে দুইয়ে থাকা লিডস ইউনাইটেডের পয়েন্ট ৪৫ ম্যাচে ৯০। তাদের ম্যাচ বাকি একটি। এতেই লেস্টার সিটির কোনো সমীকরণেই হাতছাড়া হচ্ছে না শীর্ষস্থান। 

ইএফএল চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটির পরের ম্যাচ প্রেস্টনের বিপক্ষে। সেই ম্যাচে তারা জিতলেও এবং রাতের আরেক ম্যাচে হাল সিটিকে ম্যাচে তালিকার তিনে থাকা ইপসউইচ ধাক্কা খেলেই শিরোপা উদযাপনে মাতবে ‘দ্য ফক্সেস’ খ্যাত দলটি। 

এদিকে ইপসউইচও আছে প্রিমিয়ার লিগে যোগ দেওয়ার দৌড়ে। দলটি তাদের বাকি তিন ম্যাচে পাঁচ পয়েন্ট সংগ্রহ করলেই লেস্টার সিটির সঙ্গী হিসেবে প্রিমিয়ার লিগে জায়গা করে নিবে। 

সম্পর্কিত খবর