দুঃসময় পেছনে ফেলতে জ্যোতির চাওয়া ভালো ব্যাটিং

দুঃসময় পেছনে ফেলতে জ্যোতির চাওয়া ভালো ব্যাটিং

গেল বছরটা বাংলাদেশ ব্যাট-বলে দারুণ একটা সময়ই কাটিয়েছিল। পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়, ভারতের সঙ্গে ১-১ ড্র ছিল তারই ফল। তবে চলতি বছর ঘরের মাঠে বিশ্বকাপের বছরের শুরুটা দল করেছে বেশ বাজে ভাবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার খেসারত দিয়ে ওয়ানডে আর টি-টোয়েন্টিতে ধবল ধোলাইয়ের বিস্বাদ নিতে হয়েছে নিগার সুলতানা জ্যোতির দলকে।

সেই সিরিজের এক মাস না যেতেই আবারও মাঠে নেমে পড়তে হচ্ছে বাংলাদেশকে। এবার প্রতিপক্ষ নারী ক্রিকেটের আরেক পরাশক্তি ভারত। এই সিরিজ দিয়েই দুঃসময়টাকে পেছনে ফেলতে চায় বাংলাদেশ। সেজন্যে ব্যাটিং ইউনিটকে জ্বলে ওঠার তাগাদা দিলেন অধিনায়ক জ্যোতি। 

চলমান আইপিএলে বড় রান তাড়া করে জেতার রেকর্ড হচ্ছে। তার আগে উইমেন্স প্রিমিয়ার লিগেও একই দৃশ্য দেখা গেছে, ১৯০ রান তাড়া করে জেতার নজিরও দেখা গেছে সবশেষ আসরে। সেই ভারতের বিপক্ষে খেলতে গেলে ব্যাট হাতে বড় রান করা ছাড়া আর কোনো উপায় খোলা নেই। 

সিরিজ শুরুর আগে দলের ব্যাটিং ইউনিট নিয়েই কথাটা বেশি বললেন অধিনায়ক জ্যোতি। তিনি বলেন, ‘প্রথমে ব্যাট করে যদি ১৪০-১৫০+ রান যদি করতে পারি তাহলে তাদের জন্য চেজ করা ডিফিকাল্ট হবে। তবুও বলব না, কারণ টি-টোয়েন্টিতে এখন কোনো রানই আসলে সেফ না। সবকিছুই আসলে আনসেট, যেভাবে আসলে আমরা আইপিএল দেখছি। উইমেন্স প্রিমিয়ার লিগে দেখেছি, ওইখানেও বড় বড় স্কোর চেজ হচ্ছে। ১৪০ বা ১৫০ যদি করতে পারি, তাহলে আমাদের বোলিং অ্যাটাকের দিক থেকে ডিফেন্ড করাটা হয়তোবা একটু হলেও সহজ হবে।’

গেল বছর বাংলাদেশ সফরে একটা ম্যাচ হেরে বসেছিল ভারত। বিশ্বকাপ ভাবনায় আছে বটে; এবার সিলেট সফরে পূর্ণশক্তির দল নিয়ে এসেছে ভারত, তার পেছনে কাজ করছে গেল বছরের স্মৃতিও। 

দারুণ শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার এই সুযোগটাকে বাংলাদেশ দেখছে বিশ্বকাপ প্রস্তুতির ভালো সুযোগ হিসেবে। জ্যোতি বলেন, ‘সো ফার আমি যেটা চিন্তা করছি এটা সুযোগ হিসেবে দেখছি। কারণ ভারত একটা ভালো দল। এবং তারা কিন্তু ফুল প্যাকেজ নিয়ে এবার এসেছে। বিশ্বকাপে মোর অর লেস তারা এই টিমটাই খেলবে। ওদের জন্য একটা ভালো প্রস্তুতি, আমাদের জন্যও। ভারতের মতো দলের বিপক্ষে পাঁচটা টি-টোয়েন্টি খেলা এবং টিমটাকে যে টাফ টাইমটা পাড় করে এসেছি; সেটা থেকে কামব্যাক করতে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। সো আমাদের জন্য এটা বড় সুযোগ। সিলেটের মাঠ, এখানে আমাদের অনেক বড় অর্জন নাই হয়তো। কিন্তু ভালো ক্রিকেট খেলার কিছু ভালো মেমরি আছে। সেগুলোকে নিয়েই ইন শা আল্লাহ চেষ্টা থাকবে। আর কালকের ম্যাচটা যেন ভালোভাবে শুরু করতে পারি।’

সম্পর্কিত খবর