ম্যাগার্ক-স্টাবসের ঝড়ে দিল্লির রেকর্ড সংগ্রহ
আইপিএলে দিন বদলে ভিন্ন মাঠে নামছে ভিন্ন দুটি দল। তবে ম্যাচের চিত্র যেন একই, ব্যাটিং ঝড়। গত রাতেই ইডেনে অনন্য কিছুর সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। কলকাতার দেওয়া ২৬২ রানের বিশাল লক্ষ্য ৮ বল হাতে রেখেই তুলে নেয় পাঞ্জাব। আজকে (শনিবার) দিনের প্রথম ম্যাচে ‘দ্য ব্যাটেল অফ টু ব্লুজ’, অর্থাৎ, ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে। সেখানেও প্রথম ইনিংসে ব্যাট হাতে রীতিমত তাণ্ডব চালালেন দিল্লির ব্যাটাররা। শুরুতে ম্যাগার্ক এবং পরে হোপ-স্টাবসের ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৫৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দিল্লি। যা দলটির আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
এ নিয়ে দুই ইনিংস মিলিয়ে চলতি আসরেই আটবারের মতো আড়াইশ পেরোনো সংগ্রহ দেখল আইপিএল।
দিল্লির মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বাই। সেখানে ব্যাট করতে নেমে সফরকারী দলের পেসারদের বিপক্ষে বাউন্ডারির বন্যা বইয়ে দেন অস্ট্রেলিয়ার তরুণ হার্ড-হিটার ব্যাটার জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক। ১৫ বলেই তুলে নেন ফিফটি, যা চলতি আসরে যৌথভাবে দ্রুততম ফিফটির কীর্তি। অন্য কীর্তিটিও ম্যাগার্কেরই। গত সপ্তাহে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেই স্রেফ ১৫ বলেই ফিফটি হাঁকিয়েছিলেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার।
পোরেলকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে ৪৫ বলে ১১৪ রান তোলেন ম্যাগার্ক। সেখানে ২৭ বলে ১১ চার ও ৪ ছক্কায় ৮৭ রান করে ফেরেন তিনি। দশম ওভারে ফেরেন পোরেলও। রানের সেই গতি এবার সামলানোর দায়িত্ব নেন অধিনায়ক রিশাভ পান্ত ও শাই হোপ। শুরুটা দুর্দান্ত পেলেও ফিফটির আগেই ফেরেন হোপ। ১৭ বলে ৫ ছক্কার ইনিংসে করেন ৪১ রান।
পরে পান্ত ২৯ রান করে ফেরার পর স্টাবস করেন অপরাজিত ৪৮ রান। তাতেই আড়াইশ পেরিয়ে ২৫৭ রানের পাহাড়সমান সংগ্রহ পায় রিশাভ পান্তের দল।