তীব্র গরমে খেলা নিয়ে যা বললেন জ্যোতি

তীব্র গরমে খেলা নিয়ে যা বললেন জ্যোতি

ভারতের বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। তবে নিগার সুলতানা জ্যোতিদের এই সিরিজ যখন শুরু হচ্ছে এমন এক সময়ে, পুরো দেশ যখন পুড়ে যাচ্ছে তীব্র গরমে। 

তবু দলের খেলার সূচি বদলে যায়নি। বাংলাদেশ আর ভারত মাঠে নামবে এই গরমের মধ্যেই। 

পুরো দেশের চেয়ে ভেন্যু সিলেটে তীব্র তাপপ্রবাহের ছাঁটটা লাগছে একটু কম। এই গেল দিনও বৃষ্টি হয়েছে। বৃষ্টির সম্ভাবনা আছে সোমবার সকালেও। পুরো দেশ যেখানে চল্লিশের আশেপাশের তাপমাত্রায় পুড়ে যাচ্ছে, সেখানে সিলেটে আজকের তাপমাত্রা ৩৫। 

তবে এ বিষয়টা নিয়ে অত ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক। তার প্রধান কারণটা হচ্ছে ম্যাচের সময়টা। কাল বাংলাদেশ-ভারতের এই ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়, যখন রোদের তাপ কিছুটা হলেও কমে আসবে।

জ্যোতির ভাষ্য, ‘যখন ৪টার সময় খেলব, তখন রোদের তাপমাত্রাটা একটু হলেও কমে যাবে। একটু স্বস্তিতে খেলতে পারব, দুই দলই।’

সিলেটের এই ভেন্যু আরও এক দিক থেকে নিগারদের স্বস্তি দিচ্ছে। এখানকার উইকেটকে দেশের অন্যতম সেরা স্পোর্টিং উইকেট ধরা হয়। সেটাও ভাবনায় আছে অধিনায়ক জ্যোতির, ‘সিলেটের উইকেট কিন্তু বরাবরই ভালো। স্পোর্টিং উইকেট। ব্যাটাররা রান করতে পারে-বড় স্কোর হয়। টি-টোয়েন্টিতে সবাই চায় স্কোর হোক। সে জন্য বলব যে সিলেট আইডিয়াল একটা প্লেস টি-টোয়েন্টি খেলার জন্য। সো আমি আশা করছি যে, খুব ভালো একটা .... বোদ দ্য টিম কনফিডেন্সের সঙ্গে খেলতে পারবে।’

সম্পর্কিত খবর