এক সুযোগ দুবার হাতছাড়া খুনে ম্যাগার্কের

এক সুযোগ দুবার হাতছাড়া খুনে ম্যাগার্কের

ছক্কা হয়ে গেলে রান হতো ২৭ বলে ৯০। লিস্ট এ ক্রিকেটের মতো স্বীকৃত টি-টোয়েন্টিতেও দ্রুততম সেঞ্চুরির রেকর্ড থেকে দূরে থাকতেন মাত্র দশ রান। রেকর্ড গড়তে আর দুই বল খেললেই হতো। যদি তিন বলেও দশ করতেন তাহলেও ৩০ বলে সেঞ্চুরি। জ্যাক ফ্রেসার ম্যাগার্ক হতে পারতেন টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরিয়ান।

কিন্তু দুর্ভাগ্য। পিযুষ চাওলার বলে ছয় মারতে গিয়ে মোহাম্মদ নবির হাতে বাউন্ডারিতে তালুবন্দী। রেকর্ড আর এবার গড়া হলো না। আউট হয়েছেন ২৭ বলে ৮৪ করে। নামের পাশে ১১ চার আর ছয়টা ছক্কা। বাউন্ডারি থেকেই এসেছে ৮০ রান। স্ট্রাইক রেট ৩১১.১১।

ফিফটি করেছেন ১৫ বলে। যেটা আইপিএলে যৌথভাবে তৃতীয় দ্রুততম। চলতি আইপিএলের আবার সবচাইতে দ্রততম। সেটাও অবশ্য যৌথভাবে। সেটাও কার সাথে ভাগ বসিয়ে, জানেন? নিজের সাথেই৷ এই আইপিএলের দ্রুততম ফিফটির রেকর্ডও তার দখলে।

মাত্র এক সপ্তাহ আগেই ঘরের মাঠ দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে করেছিলেন ১৫ বলে ফিফটি। সেদিন ছিলেন আরো দুর্ধর্ষ। থেমেছিলেন ১৮ হলে ৬৫ করে। স্ট্রাইক রেট ছিলো ৩৬১.১১৷ শনিবার আরও একবার সুযোগ হাতছাড়া হলো দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়ার।

সম্পর্কিত খবর