তীব্র গরম দেখে নারী লিগের সূচি বদলে দিলেন সালাউদ্দিন
জলবায়ু পরিবর্তনের রেশটা বাংলাদেশ টের পাচ্ছে ভালোভাবেই। শেষ ৭৬ বছরের মধ্যে সবচেয়ে তীব্র গরম সহ্য করতে হচ্ছে দেশবাসীকে। তবে এই গরমের মধ্যেই আজ শনিবার নারী ফুটবল লিগ শুরু হয়েছে।
এমনিতেই নারী ফুটবল লিগ নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। গেল বারের চ্যাম্পিয়ন ও হাই বাজেটের দল বসুন্ধরা কিংস নেই, এমনকি বসুন্ধরা গ্রুপও সরে দাঁড়িয়েছে লিগের পৃষ্ঠপোষকতার জায়গা থেকে।
এরপর সমালোচনার তিরটা ধেয়ে আসে তীব্র দাবদাহে লিগ শুরু করার সিদ্ধান্ত আর সূচি নিয়ে। নারী ফুটবল লিগের বেশিরভাগ ম্যাচ সকাল সাড়ে ৯টায়, আর বিকেল পৌনে চারটায় আয়োজনের কথা জানানো হয়।
কমলাপুর স্টেডিয়ামে ফ্লাডলাইট আছে, এরপরও তা ব্যবহার করতে পারছিল না বাফুফে, তার কারণ অর্থসংকট। বিষয়টা অকপটে স্বীকার করেছিলেন বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
তবে তার একদিন পরই বাফুফের ইউটার্ন। কারণ খোদ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের হস্তক্ষেপ। আজ বিকেলে বাফুফে সভাপতি আসেন নারী ফুটবল লিগ উদ্বোধনে। তখনই তীব্র দাবদাহে ফুটবল খেলার বিষয়টি অসম্ভব বলে মনে হয় তার।
সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘যখন আমি মাঠে আসার প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই বুঝেছি এই আবহাওয়ায় এখন মানুষের পক্ষে ফুটবল খেলা সম্ভব নয়। তখনই সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইলাম, কীভাবে ফ্লাডলাইটে ম্যাচ আয়োজন করা যায়। সে বলল, বড় বাজেট লাগবে। ক্রীড়া পরিষদের সঙ্গে কথা বলতে হবে। আমি বললাম, বলো। বাজেট জোগাড় করে দিচ্ছি। খেলা রাতে হবে। খেলাও ভালো হবে।’
নারী ফুটবল লিগ ফ্লাডলাইটে চালানোর জন্য প্রয়োজনীয় সব অর্থ যোগাড় করার আশ্বাস দেন বাফুফে সভাপতি। তিনি বলেন, ‘গত পাঁচ-দশ বছর কোনও কিছু আটকে থাকেনি। জাপান, সৌদি আরবসহ সব জায়গায় দল গিয়েছে। এটাও হবে, যেখান থেকেই হোক ব্যবস্থা হবে।’
নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে গড়াবে নারী ফুটবল লিগের ম্যাচ।