প্লে অফের আরও কাছে রাজস্থান

প্লে অফের আরও কাছে রাজস্থান

রাজস্থান রয়্যালস এবারের আইপিএলে দারুণ এক মৌসুমই কাটাচ্ছে। দলটা সবশেষ হারাল লখনৌ সুপার জায়ান্টসকে। অধিনায়ক সাঞ্জু স্যামসনের অপরাজিত ৭১ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে আইপিএলের প্রথম চ্যাম্পিয়নরা। এবারের আসরে প্রথম দল হিসেবে প্লে অফে উতরে যাওয়ার খুব কাছেও চলে গেছে দলটা। 

শনিবার রাতে লখনৌয়ের শুরুটা অবশ্য ভালো হয়নি। ট্রেন্ট বোল্ট সাজঘরের পথ দেখান কুইন্টন ডি কককে, আর সন্দ্বীপ শর্মা বোল্ড করে বিদায় করেন মার্কাস স্টয়নিসকে। তবে এরপরও লখনৌ শেষমেশ ১৯৬ রানের পুঁজি পায় অধিনায়ক লোকেশ রাহুল আর দীপক হুদার ব্যাটে চড়ে। তাদের ১১৫ রানের জুটিতে ভর করে পায়ের তলায় মাটি খুঁজে পায় স্বাগতিকরা। রাহুল করেন ৭৬, আর হুদা করেন ৫০।

তবে লখনৌয়ের দেওয়া ১৯৭ রানের রানের লক্ষ্যটা ১ ওভার বাকি থাকতেই টপকে যায় রাজস্থান। তার কৃতিত্বটা যাবে ৫২ রান করা ধ্রুব জুরেল, আর ৭১ রানে অপরাজিত থাকা সাঞ্জুর ঝুলিতে। দুজনের ব্যাটে চড়ে অনায়াসেই জয় তুলে নেয় রাজস্থান। 

এই জয়ের ফলে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট তুলে নিল দলটা। টেবিলের শীর্ষে আছে এখন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী কলকাতা নাইট রাইডার্স তাদের চেয়ে পিছিয়ে আছে ৬ পয়েন্টে। শীর্ষ চারের বাইরের দলগুলোর সঙ্গে ব্যবধানটা তাদের আরও বেশি। তাই বলা চলে প্লে অফ অনেকটা নিশ্চিতই করে ফেলেছে রাজস্থান। 

সম্পর্কিত খবর