টি-টোয়েন্টিতে চার মারায় বাবর এখন সবাইকে ছাড়িয়ে
নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে সিরিজ হারের শঙ্কায় পড়ে গিয়েছিল স্বাগতিক পাকিস্তান। যা নিয়ে সমালোচিতও হতে হচ্ছিল নতুন অধিনায়ক বাবর আজমকে। তবে সেই সমালোচনার জবাবটা মাঠেই দিয়েছেন বাবর। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে পাকিস্তানকে জিতিয়েছেন ৯ রানের ব্যবধানে। আর তাতে ২-২ সমতায় শেষ হয়েছে সিরিজ।
এদিন ম্যাচে ৪৪ বলে ৬৯ রানের ইনিংস খেলেন বাবর। যেখানে ছিল ২টি ছক্কা ও ৬টি চারের মার। আর তাতেই বাবর নতুন এক রেকর্ডের মালিক বনে গেছেন। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি চার মারার কীর্তি এখন তার। সব মিলিয়ে এই ফরম্যাটে তার চারের সংখ্যা ৪০৯টি। আর এই কীর্তি গড়তে বাবর ব্যাট করেছেন মোট ১০৭ ইনিংস।
বাবরের আগে সর্বোচ্চ চার মারার এই কীর্তি ছিল আয়ারল্যান্ডের ব্যাটার পল স্টার্লিংয়ের। ১৩৬ টি-টোয়েন্টিতে ৪০৭টি চার তার। এ তালিকায় তিন নম্বরে রয়েছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। ১০৯ ইনিংস ব্যাট করে কোহলির চারের সংখ্যা ৩৬১টি। তালিকার চার নম্বরে অবস্থান রোহিত শর্মার। ১৪৩ ইনিংসে ৩৫৯টি চারের মার রয়েছে রোহিতের।
বাবরের রেকর্ডের দিন অবশ্য মান বেঁচেছে পাকিস্তানের। প্রথম টি-টোয়েন্টি বৃষ্টির কারণে বাতিল হওয়ার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় পেলেও পাকিস্তান হেরে বসেছিল তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি। তাতে শঙ্কায় পড়ে গিয়েছিল দলটির সিরিজ হারের। সেই শঙ্কা গতকাল দূর করতে ব্যাট হাতে দলকে নেতৃত্বে দিয়েছেন বাবর। তার ব্যাটে ভর করেই স্কোরবোর্ডে ১৭৮ রানের ভিত পায় পাকিস্তান। যা তাড়া করতে নেমে ৯ রানে হেরেছে দলটি।