পাকিস্তানের টেস্ট কোচ গিলেস্পি, সাদা বলের দায়িত্ব কারস্টেনের

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৩:১৪ পিএম | ২৮ এপ্রিল, ২০২৪

গুঞ্জনটা অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল। অবশেষে সে গুঞ্জনটাই সত্যি হলো। সাবেক অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেস্পিকে টেস্ট কোচ করে আনল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ওয়ানডে ও টি-টোয়েন্টির কোচের দায়িত্ব গেছে ভারতের বিশ্বকাপজয়ী সাবেক কোচ গ্যারি কারস্টেনের হাতে।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা শেষ হয়েছে গত রাতে। তার পর আজ রবিবার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।  

সদ্যসমাপ্ত নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তানি অলরাউন্ডার আজহার মেহমুদ দলের কোচের দায়িত্বে ছিলেন। গিলেস্পি-কারস্টেনের আগমনে তার পদাবনতি হচ্ছে। দুই কোচের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। 

আজ রবিবার বিষয়টি ঘোষণা দিতে গিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি সাংবাদিকদের বলেন, ‘তারা দুজনই বেশ বিখ্যাত কোচ। তারা আসছেন এটা নিশ্চিত। তারা পাকিস্তান দলের প্রতিভায় দারুণ বিশ্বাসী। তাদের এ আগমন সে বিষয়টার নিশ্চয়তাই দিচ্ছে।’

খেলার দুনিয়া | ফলো করুন :