ক্যাচ আর ফিল্ডিং মিসে কঠিন পরীক্ষার মুখে বাংলাদেশ

ক্যাচ আর ফিল্ডিং মিসে কঠিন পরীক্ষার মুখে বাংলাদেশ

সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের ফিল্ডিং ছিল দৃষ্টিকটু। সেই সিরিজ শেষে বলা হয়েছিল ফিল্ডিংয়ে আরও পরিণত হয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে বাংলাদেশের ফিল্ডিংয়ে সেই উন্নতির ছাপ চোখে পড়েনি খুব একটা। আজও বেশ কিছু সহজ ক্যাচ হাত গলে পড়েছে ফিল্ডারদের। গ্রাউন্ড ফিল্ডিংয়েও দুর্বলতা স্পষ্ট। আর তাতে বোলাররা সুযোগ তৈরি করলেও ফিল্ডাররা লুফে না নিতে পারায় জীবন পেয়েছে ভারতীয় ব্যাটাররা। আর সেই সুযোগে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে শক্ত চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছে সফরকারীরা। বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়িয়েছে ১৪৬ রানের। যা ৭ উইকেট খরচায় জমা করেছে ভারত।

সিলেটে এদিন, শুরুতে বোলিং পাওয়া বাংলাদেশের শুরুটা হতে পারতো দুর্দান্ত। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরানো যেত স্মৃতি মান্ধানাকে। সুলতানার বলে মিড উইকেটে ক্যাচ তুলে দিয়েছিলেন মান্ধানা। ফিল্ডিং পজিশনে দাঁড়ানো ফারিহা তৃষ্ণা সহজ সেই ক্যাচ তালুবন্ধী করতে পারেনি। বড় ভুল করে বসে বাংলাদেশ। সেই ভুলের প্রায়শ্চিত্ত অবশ্য তৃষ্ণা নিজেই করেছেন বল হাতে তুলে নিয়ে। পরের ওভারেই স্টাম্প ভেঙে দিয়েছেন মান্ধানার।

পাওয়ার প্লের শেষ ওভারে সাজঘরে ফেরানোর সুযোগ ছিল আরেক ওপেনার শেফালি ভার্মাকে। মারুফা আক্তারকে তুলে মারতে গিয়ে লং মিড অনে ক্যাচ তুলে দিয়েছিলেন ভার্মা। তবে তার সেই সহজ ক্যাচ লুফে নিতে পারেনি রাবেয়া। পরে অবশ্য বোলিং এসে সেই ভার্মাকে সাজঘরে ফিরেছেন তিনিই। ফেরার আগে ২২ বলে ৩১ রান এসেছে ভার্মার ব্যাট থেকে।

মনে হচ্ছিল এবার হয়তো রানে লাগাম টানতে পারবে বাংলাদেশ। তবে সেটি হতে দিলে তো ইয়াস্তিকা ও অধিনায়ক হরমনপ্রীত। দু’জনে ব্যাট হাতে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান। দু’জনেই ছিলেন যথেষ্ট আগ্রাসী। হরমনপ্রীত যতক্ষণে ফিরলেন ততক্ষণে ১৩ ওভারে দলীয় শত রান পেরিয়ে গেছে ভারত। আর ফাহিমার বলে লেগ বিফোরের ফাঁদে পরে ফেরার আগে ২২ বলে ৩০ রান করে দিয়ে গেছেন তিনি। পরের ওভারে ২৯ বলে ৩৬ রান করে ফিরেছেন ইয়াস্তিকাও।

মাত্র ১২.২ ওভারে ২ উইকেটে দলীয় শত রান করা ভারত যে বড় সংগ্রহ দাঁড় করাবে সেটা নিয়ে খুব বেশি সংশয় ছিল না। এরপরও মাঝে দ্রুত উইকেট পড়লে একটা আশা জেগেছিল দেশড়র নিচে সফরকারীদের আটকে রাখার। সেটি অবশ্য শেষ পর্যন্ত সম্ভব হয়েছে মারুফার কারণে। শেষ ওভারে দারুণ বোলিংয়ে মাত্র ১ রান খরচায় ২ উইকেট তুলেছেন তিনি। আর তাতে ভারতের ইনিংস থেমেছে ৭ উইকেটে ১৪৫ রানে।

সম্পর্কিত খবর