কোহলির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে বললেন গম্ভীর
ভারতের সাবেক ব্যাটার গৌতম গম্ভীরের সঙ্গে বিরাট কোহলির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই নানা আলোচনা-সমালোচনা শুনে আসছে ক্রিকেট বিশ্ব। এমনকি গৌতম যখন আইপিএল খেলতেন তখন কলকাতা-বেঙ্গালুরু ম্যাচে তাদের বাক-যুদ্ধ যেন ম্যাচের উত্তাপ আরও কয়েকগুণে বাড়িয়ে দিত।
চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুইবার মুখোমুখি হয়েছে। দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে কলকাতা, একটিতে ১ রানে এবং অপর ম্যাচে ৭ উইকেটে। ম্যাচ শেষে খেলোয়াড়দের কুশল বিনিময়ের সময় গম্ভীর ও কোহলিকে একে অপরের সাথে করমর্দন ও জড়িয়ে ধরতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে এই ছবি ভাইরাল হয়ে যায় মুহুর্তেই।
খেলার মাঠে কোহলির সঙ্গে গম্ভীরের পুরোনো ‘বাকযুদ্ধ’ তাদের বর্তমান সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলছে না বলে জানিয়েছেন কলকাতার কোচ। তিনি বলেছেন, ‘কোহলি ঠিক কথাই বলেছে। আমরা একে অপরের সাথে কুশল বিনিময় করেছি আর তা দেখে মিডিয়া মাতামাতি শুরু করেছে। তাদের কোনো ধারণাই নেই আমাদের মধ্যে কেমন সম্পর্ক। তারা মনগড়া সংবাদ প্রচার করে শুধুমাত্র নিজেদের টিআরপি বাড়ানোর জন্য।‘
কোহলির বর্তমান পারফরম্যান্সের বেশ সুনাম করেছেন গম্ভীর। দলের হয়ে কোহলি নিজের সর্বোচ্চটাই খেলছে এমনটাও বলেন তিনি। এমনকি মজার ছলে এও বলেছেন যে, ‘কোহলির থেকে আমি যদি কিছু শিখতে চাই, তাহলে সেটা হলো তার নাচের স্টেপ।‘