কবে ফিরবেন তামিম, জানালেন পাপন
আচমকা অবসর এরপর বিশ্বকাপ খেলবেন বলে আবার ফেরা, তবে সেই ফেরার স্থায়িত্ব মাত্র ২ ম্যাচের। বিশ্বকাপ দলে জায়গা হয়নি তামিমের। অভিমানে তামিমও আরও ফেরেননি পরবর্তীতে। তবে সবশেষ বিপিএলে দল ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করার পর ফের দাবি উঠে তামিমকে জাতীয় দলে ফেরানোর। বিসিবি সভাপতি নিজেও তামিমের ফেরার পক্ষে কথা বলেন। তবে দিনশেষে তামিমের সিদ্ধান্ত তামিমকেই নিতে বলেন তিনি। জানান, এ নিয়ে তামিমের সঙ্গে বসবেন তিনি।
এরপর লম্বা সময় পেরিয়ে গেলেও তামিমের সঙ্গে বসা হয়ে উঠেনি বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের। রোববার সিআরপিতে পাপনকে পেয়ে তাই তামিম ইস্যুতে জিজ্ঞাসা ছিল গণমাধ্যমের। আর প্রশ্নের উত্তরেই তামিমকে নিয়ে কথা বলেছেন পাপন। জানিয়েছেন কবে নাগাদ ফিরতে পারেন তামিম।
পাপন বলেন, ‘লাস্ট ওর সাথে যোগাযোগ হয়েছে তখন কথা ছিল ও (তামিম) প্রথম জালাল ইউনুস অপারেশন্সের এবং আমাদের সিরাজ ভাই ওনাদের সঙ্গে বসবেন তারপর আমার সাথে বসবে। ওনাদের সাথে বসেছে, এখন আমার সাথে বসবে। আমি যেটা শুনেছি, ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না। আমি যেটা শুনেছি ও বলেছে সামনের বছর থেকে খেলবে।’
জাতীয় দলে না খেললেও তামিম নিয়মিত খেলছেন ডিপিএলে। সেখানে নিয়মিত পারফর্মও করেছেন। লিগের শুরুতে তো দারুণ ছন্দেও ছিলেন। ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। শেষ দিকে এসে অবশ্য কিছুটা রান খরা যাচ্ছে তার ব্যাটে। সবশেষ চার ম্যাচে খুব একটা রানের দেখা পাননি তিনি। চ্যাম্পিয়নের রেস থেকে ছিটকে গেছে তার দল প্রাইম ব্যাংকও।