টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে যাদের দেখছেন যুবরাজ
ভারত বিশ্বকাপের আগে ইন্ডিয়ান গ্রেট যুবরাজ সিং প্রেডিক্ট করেছিলেন তার সেমি-ফাইনাল লাইন-আপ। ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের নাম। যেখানে পাঁচ দলের চারটাই সেমিতে গিয়েছিলো তার প্রেডিকশন লিস্ট থেকে। লিস্টের বাইরের কোনো দল যায়নি সেমিতে। ভারত-অস্ট্রেলিয়াকে টুর্নামেন্টে এগিয়ে রেখেছিলেন, তারা ফাইনালও খেলেছিলো।
আরও একটা বিশ্বকাপ আসন্ন। এক মাস পরই শুরু টি-টোয়েন্টির মেগা আসর। সবাই শুরু করেছেন নানান ধরনের প্রেডিকশন দেওয়া। যুবরাজও হাজির আরও একবার। প্রকাশ করলেন তার চার সেমি-ফাইনালিস্ট।
যুবরাজের প্রেডিকশনের প্রথম দল এখানেও টিম ইন্ডিয়া। যারা এই টুর্নামেন্টে শিরোপা জিতেছিলো একবারই, ২০০৭-এ প্রথম আসরে। গত আসরেও রোহিতের দল খেলেছিলো সেমিতে।
প্রেডিকশনে পরের নাম অস্ট্রেলিয়া। গত আসরের স্বাগতিকরা করেছিলো হতাশ। বিদায় নিয়েছিলো সুপার টুয়েলভ থেকে। শিরোপা জিতেছিল এর আগের আসরে, ২০২১-এ।
এরপরের নামটা ইংল্যান্ডের। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে হতাশ করলেও ইংলিশরাই টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। শিরোপা জিতেছিলো ২০১০ সালেও। সেবারও আসর বসেছিলো ক্যারিবীয় দ্বীপপুঞ্জে।
যুবরাজের প্রেডিক্ট করা আরেক দল পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপে না রাখলেও এখানে আমির-ইমাদদের সেমিতে দেখছেন ইউভি। ২০০৯ এর বিশ্বচ্যাম্পিয়নরা গত আসরেও খেলেছিলো ফাইনালে।