বাজে ফিল্ডিংয়ের পর ব্যাটিং ব্যর্থতা, হারের ব্যবধান কমালেন জ্যোতি

বাজে ফিল্ডিংয়ের পর ব্যাটিং ব্যর্থতা, হারের ব্যবধান কমালেন জ্যোতি

বাংলাদেশের ফিল্ডিংটা হয়েছে একেবারেই যাচ্ছেতাই। বেশ কিছু লোপ্পা ক্যাচ ও গ্রাউন্ড ফিল্ডিং মিস করে ভারতকে সুযোগ করে দিয়েছে বড় সংগ্রহের। এরপরও শেষ দিকে দারুণ বোলিংয়ে ভারতকে ১৪৫ রানে আটকে রেখেছিল বাংলাদেশ। এরপর দায়িত্বটা বর্তায় ব্যাটারদের ওপর। তবে সেই দায়িত্ব নেননি টপ অর্ডার ব্যাটাররা। পাওয়ার প্লেতে ৪ উইকেট খুইয়ে ম্যাচটা একরকম ওখানেই হাতছাড়া করে ফেলে বাংলাদেশ।

এরপর একা হাতে লড়াই করে কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে সেই ব্যবধানটাও দিনশেষে ৪৫ রানের। বাংলাদেশের সংগ্রহ মোটে ১০১। হার দিয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের যাত্রা শুরু হলো বাংলাদেশের।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে এদিন শুরুতেই পথ হারায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ওপেনার দিলারা আক্তার। শুরুর ধাক্কা সামলে নেওয়ার খানিকটা চেষ্টা চালান মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারি। তবে তাদের সেই চেষ্টা সফল হতে দেয়নি ভারতীয় বোলাররা। এরপর ফাহিমা খাতুন এসেও সামিল হন বাকিদের ব্যর্থতার মিছিলে। ৩০ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের।

ম্যাচটা ফসকে যায় ওখানেই। এরপরও একটা আশা তো ছিলই অধিনায়ক জ্যোতিকে নিয়ে। দলকে পথও দেখাচ্ছিলেন জ্যোতি। তবে সেই পথে সঙ্গ পেতে হবে তো তাকে। সেই সঙ্গটাই এদিন কেউ দিতে পারেনি তাকে। স্বর্ণা আক্তার রাবেয়া খাতুনরা সাজঘরের পথ ধরেছেন রানের চেয়ে বল বেশি খেলে। তাতে অতিরিক্ত রানের বোঝা চেপেছে অধিনায়কের কাঁধে। তবে সেই চাপ খুব একটা ঘায়ে মাখেননি তিনি। হারের ব্যবধানের সঙ্গে নিজের ফিফটি তোলার দিকে মন দিয়েছেন। নিরাশ হতে হয়নি তাকে। পেয়েও যান ফিফটি। এরপর অবশ্য থামতে হয়েছে তাকে। ইনিংসের শেষ ওভারে জ্যোতি ৪৮ বলে ৫১ রানে থামলে বাংলাদেশের ইনিংস থামে ১০১ রানে।

এর আগে, টসে জিতে শুরুতে ব্যাট করতে নামা ভারতকে দারুণ শুরুর সুযোগ করে দেয় বাংলাদেশি ফিল্ডাররা। বেশ কিছু সহজ ক্যাচ হাতছাড়া করে প্রতিপক্ষকে সুযোগ করে দেয় বড় সংগ্রহের ভিত গড়ার। সেই সুযোগ লুফে নিতে ভুল করেনি সফরকারী ব্যাটাররা। ১২.২ ওভারেই স্কোরবোর্ডে দলীয় শত রান জমা করে তারা। এরপর অবশ্য দারুণ বোলিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রতিপক্ষকে আটরে রাখে ১৪৫ রানে।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ১৪৫/৭; (শেফালি ৩১, ইয়াস্তিকা ৩৬, হরমনপ্রীত ৩০; মারুফা ২/১৩, রাবেয়া ৩/২৩)
বাংলাদেশ: ১০১/৮; (জ্যোতি ৫১, মুর্শিদা ১৩; রেনুকা ৩/১৮, পূজা ২/২৫)
ফল: ভারত ৪৫ রানে জয়ী।

সম্পর্কিত খবর