১৮ মাস পর ফিরলেন সাইফ উদ্দিন, নেই সাকিব-মুস্তাফিজ
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। যেই সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী ৩ মে, চট্টগ্রামে। সেই সিরিজ সামনে রেখে গত তিনদিন চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ দল। এবার ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের দল। যা প্রথম তিন ম্যাচের জন্য।
যেই দলে দীর্ঘ ১৮ মাস পর ফিরেছেন মোহাম্মদ সাইফ উদ্দিন। এছাড়াও দলে প্রথমবারের মতো সুযোগের অপেক্ষায় ওপেনার তানজিদ হাসান তামিম। দলে জায়গা হয়নি মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের।
সাইফ উদ্দিন সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত ২০২২ সালের অক্টোবর মাসে। পাকিস্তানের বিপক্ষে সেই সিরিজে চোটে পড়লে লম্বা সময় ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। এরপর মাঠের ক্রিকেটে ফেরেন সবশেষ বিপিএল দিয়ে। এরপর খেলেছেন ডিপিএলেও। সেখান থেকে এবার জাতীয় দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় এই পেস বোলিং অলরাউন্ডার।
এর বাইরে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়ানডে বিশ্বকাপ খেলা তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। অভিষেকের অপেক্ষায় তিনি। এর বাইরে তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেনদের ফেরানো হয়েছে এই সিরিজে।
অন্যদিকে আইপিএলে চেন্নাইয়ের হয়ে ব্যস্ত সময় পার করা মুস্তাফিজকে রাখা হয়নি এই সিরিজের প্রথম তিন ম্যাচে। দলে জায়গা হয়নি সাকিব আল হাসানেরও। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি। তবে সিরিজের শেষ দুই ম্যাচে ফেরার কথা রয়েছে দু’জনেরই।
বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, সাইফ উদ্দিন
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি:
ম্যাচ সময় ভেন্যু
প্রথম সন্ধ্যা ৬টা (৩ মে) চট্টগ্রাম
দ্বিতীয় সন্ধ্যা ৬টা (৫ মে) চট্টগ্রাম
তৃতীয় দুপুর ৩টা (৭ মে) চট্টগ্রাম
চতুর্থ সন্ধ্যা ৬টা (১০ মে) মিরপুর
পঞ্চম সকাল ১০টা (১২ মে) মিরপুর