পেসারদের নৈপুণ্যে জয়ে ফিরল মুস্তাফিজের চেন্নাই
আইপিএলের এবারের আসরে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের জয়-হারের পরিসংখ্যান যেন দুইয়ের ঘরের নামতা। শুরুর দুই ম্যাচে জয়, পরের দুই ম্যাচে হার, এরপরের দুই ম্যাচে জয় এবং ফের দুই ম্যাচে হার। নামতার ক্রম মেলাতে তাই এরপরের ম্যাচে জয়ই আসার কথা এবং হয়েছেও তাই। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটির পুরোটা অংশজুড়ে চলে ধোনি-মুস্তাফিজদের একক আধিপত্য। এতে গত রাতের ম্যাচটিতে প্যাট কামিন্সের দলের বিপক্ষে ৭৮ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে চেন্নাই।
চেন্নাইয়ের এর আগের ম্যাচে বেশ খরুচে ছিলেন মুস্তাফিজুর রহমান। শেষ ওভারে যখন লক্ষ্ণৌয়ের জয়ের জন্য প্রয়োজন ১৭ রান তখন মুস্তাফিজের হাতে বল থামান চেন্নাই অধিনায়ক। তবে সেখানে স্রেফ ৩ বলেই ১৯ রান দিয়ে বসেন মুস্তাফিজ। ৩ ওভার ৩ বলে ৫১ রান দিয়ে ছিলেন দলের সবচেয়ে বেশি খরুচে। সেই ম্যাচে হতাশা ভুলে অবশ্য গত রাতে শক্তিশালী হায়দরাবাদের বিপক্ষে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়ালেন এই বাঁহাতি পেসার। সেখানে ২ ওভার ৫ বলে স্রেফ ১৯ রান দিয়ে এবার দলের সবচেয়ে ইকোনমিকাল বোলার মুস্তাফিজ। নিয়েছেন দুটি উইকেটও।
এতে আসরে ৮ ম্যাচে মুস্তাফিজের উইকেট সংখ্যা দাঁড়াল ১৪। আছেন যৌথভাবে হারশাল প্যাটেল ও যশপ্রীত বুমরাহের সঙ্গে আসরের সবচেয়ে বেশি উইকেটশিকারি হিসেবে।
চেন্নাইয়ের মাঠ চিপকে গতকালের দ্বিতীয় ম্যাচে আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। সেখানে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় চেন্নাই।
তবে হায়দরাবাদ এই আসরজুড়ে ব্যাট হাতে যা করে দেখিয়েছে তাদের কাছে যেন এমন লক্ষ্যটাও যেন সহজের কাতারে। শুরুটাও করেছিল তারা তেমনই। তবে চেন্নাইয়ের পেসাররা আগের সব পরিসংখ্যান দিলেন উল্টে। দ্বিতীয় ওভারের শেষ দুই বলে শুরুর দুই ব্যাটারকে সাজঘরের রাস্তা মাপান তুষার দেশপান্ডে। নিজের পরের ওভারে আরেক ওপেনার অভিষেক শর্মাকেও ফেরান এই ডানহাতি পেসার। এতে ৪০ রানেই ৩ উইকেট হারিয়ে বসে হায়দরাবাদ।
শুরুর সেই বড় ধাক্কা শেষ পর্যন্ত আর সামলাতে পারেনি অরেঞ্জ আর্মি খ্যাত দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮ ওভার ৫ বলেই সবকটি উইকেট হারিয়ে ১৩৪ রানেই থামে সফরকারীদের ইনিংস। সর্বোচ্চ ৩২ রান করেন এইডেন মার্করাম। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন তুষার। এছাড়া মুস্তাফিজ ও পাথিরানা নেন দুটি করে।
এর আগে ব্যাট করতে নেমে চেন্নাইও ধাক্কা খেয়েছিল শুরুতেই। ওপেনিংয়ে নেমে আরও একবার ব্যর্থ আজিঙ্কা রাহানে। ফেরেন দলীয় ১৯ রানের মাথায়। তবে ড্যারিল মিচেলকে নিয়ে সেই চাপ অনায়াসেই সামাল দেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। আগে ম্যাচে সেঞ্চুরি তুলে এই ম্যাচেও এগোন দারুণ ছন্দে। মিচেলকে নিয়ে গড়েন ১০৭ রানের দারুণ এক জুটি। সেখানে ৩২ বলে ৫২ রান করে ফেরেন মিচেল।
তবে বাউন্ডারির ফুলঝুড়ি ফুটিয়ে রুতুরাজ এগোতে থাকেন টানা দ্বিতীয় সেঞ্চুরির দিকে। তবে তীরে এসে ডুবে গেল রুতুরাজের সেঞ্চুরির তরী। ইনিংসে শেষ ওভারে এসে সেঞ্চুরির ২ রানের আক্ষেপ নিয়ে ফেরেন এই ডানহাতি ব্যাটার। শেষ পর্যন্ত অবশ্য ৫৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় সাজানো ৯৮ রানের এই নান্দনিক ইনিংসের ভরে জেতেন ম্যাচসেরার খেতাব।
এই জয়ে তালিকার তিনে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে টানা দুই হারে হায়দরাবাদ নেমে গেছে তালিকার চারে।