উইলিয়ামসন অধিনায়ক, বিশ্বকাপে নিউজিল্যান্ডের শক্তিশালী দল
২০ দল নিয়ে আইসিসির সবচেয়ে বড় আসর বসতে চলেছে আগামী জুনে, টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্য দিয়ে। হাইব্রিড মডেলে আসরের ম্যাচগুলো গড়াবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। টুর্নামেন্টটি শুরুর এক মাস সময় হাতে রেখে সবার আগে দল ঘোষণা করলো নিউজিল্যান্ড। ১৫ সদস্যের এই দলে আরও একবার কিউইদের তারকা ব্যাটার কেন উইলিয়ামসনের নেতৃত্বেই ভরসা রাখল নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
এদিকে দল ঘোষণা সঙ্গে বিশ্বকাপের জন্য নিজেদের জার্সিও উন্মোচন করেছে কিউইরা। প্রতিবারের মতো এবারও দলটির জার্সি কেড়েছে বিশেষ আকর্ষণ। অনেকটা ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপের অনুকৃতি নীল জার্সি পরে এবার বিশ্বকাপ মাতাবে দলটি।
গত বছরের ওয়ানডে বিশ্বকাপের মতো এবারও দল ঘোষণাতে দারুণ বৈচিত্র্য এসেছে তাসমান দ্বীপপুঞ্জের দেশটির। ভারত বিশ্বকাপের জন্য তারা দল ঘোষণা করেছিল নিজ পরিবারের সদস্য দিয়ে। এবার আজ (সোমবার) সকালে নিজেদের ভেরিফাইড ফেসবুকের এক ভিডিওতে খুদে দুই উপস্থাপক-উপস্থাপিকার মাধ্যমে দল ঘোষণা করলো ২০২১ আসরের রানার্স-আপ দলটি।
১৫ সদস্যের কিউইদের এই দল অভিজ্ঞতায় ঠাসা। দলটির অধিনায়ক উইলিয়ামসনে এ নিয়ে নিজের ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন। তবে এই ক্ষেত্রে তার চেয়ে অভিজ্ঞ টিম সাউদি। তিনি খেলবেন সপ্তম বিশ্বকাপে। এদিকে দলে জায়গা পাওয়া কেবল দুই ক্রিকেটার খেলবেন তাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ, রাচিন রবীন্দ্র ও ম্যাট হেনরি।
দলে ফিরেছেন চোটের কারণে চলতি আইপিএল মিস করা উইকেটরক্ষক ব্যাটার ডেভন কনওয়ে। তবে সম্প্রতি পাকিস্তান সফরে চোটের কারণে ছিটকে গেছেন পেসার অ্যাডাম মিলনে। সাউদির সঙ্গে পেস বিভাগ সামলাতে দলে আছেন ট্রেন্ট বোল্ট ও লকি ফার্গুসনের মতো তারকারা। এদিকে স্পিন বিভাগ সামলানোর দায়িত্ব মিচেল সান্টনার ও ইশ সোধির ওপরেই।
অভিজ্ঞ এবং সব ক্ষেত্রের ক্রিকেটারের মিশ্রণে গড়া দল নিয়ে বেশ সন্তুষ্ট কিউইদের কোচ গ্যারি স্টেড। বিশ্বকাপ ভাবনায় তিনি বলেন, ‘আশা করছি ওয়েস্ট ইন্ডিজের মাঠগুলো বেশ বৈচিত্র্যময় পরিস্থিতির তৈরি করবে। এবং সেসব অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মতো উপযুক্ত দল আমরা পেয়েছি।’
১৫ সদস্যের সেই দলের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে জায়গা মিলেছে ডানহাতি পেসার বেন সিয়ার্সের।
নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল সান্টনার, ইশ সোধি, টিম সাউদি।
ট্রাভেলিং রিজার্ভ: বেন সিয়ার্স।