বিশ্বকাপের দল ঘোষণায় অভিনব পন্থা কিউইদের

বিশ্বকাপের দল ঘোষণায় অভিনব পন্থা কিউইদের

স্কোয়াড ঘোষণা করাটাকে রীতিমতো শিল্পে পরিণত করে ফেলেছে নিউজিল্যান্ড ক্রিকেট- এনজেডসি। কোনো গতানুগতিক স্টাইলে নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডও ঘোষিত হয়েছে ইউনিক স্টাইলে। দুই ক্ষুদে উপস্থাপক স্পেসেফিকভাবে বললে ক্ষুদেভক্ত মাতিলদা এবং অ্যাঙ্গাস প্রেস কনফারেন্সে নাম ঘোষণা করতে। ঘোষণাও করলেন। এরপর মিডিয়ার উদ্দেশ্যে তাদের প্রশ্ন, তাদের কাছে কোনো প্রশ্ন আছে কিনা।

এর আগে ২০২৩ বিশ্বকাপেও ছিলো নতুনত্ব। ক্রিকেটারদের মা-বাবা, সন্তান, স্ত্রী এবং দাদা-দাদিরা ঘোষণা করেছিলেন তাদের নাম। সাথে উল্লেখ করেছিলেন ক্রিকেটারদের ওডিআই ক্যাপ নাম্বারসহ। যেটা প্রশংসা পেয়েছিলো বিশ্বজুড়ে।

সোমবার সকালে কিউইরা উন্মোচন করে তাদের বিশ্বকাপ জার্সি। সেখানেও ছিলো নতুনত্ব। ক্রিকেটারদের সাথে ছিলেন ক্রিকেটারদের সন্তানেরা এবং ক্ষুদে কিউই ভক্তরা। জার্সিটাও ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপের আদলে করা রেট্রো জার্সি। সবমিলিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট মানেই যে নতুনত্বের ছড়াছড়ি।

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল সান্টনার, ইশ সোধি, টিম সাউদি।

ট্রাভেলিং রিজার্ভ: বেন সিয়ার্স।

সম্পর্কিত খবর