আইপিএলে যেখানে সবাইকে ছাড়িয়ে ধোনি
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন বহু আগে। এরপরও ফ্র্যাঞ্চাইজি লিগে ভালোবাসার ক্রিকেটটা আঁকড়ে ধরে পড়ে আছেন ধোনি। কেবল পড়ে আছেন বললে বোধয় ভুল হবে। ৪২ বছর বয়সেও ধোনির ব্যাটে যেই তারুণ্যের ছাপ; তাতে তা প্রশংসা কুড়চ্ছে সবার। দাবি উঠে গেছে অবসর ভেঙে তাকে বিশ্বকাপ দলে ফেরানোরও। সেটি হয়তো হবে না। তবে আইপিএলে যেই কীর্তি গড়েছেন ধোনি। তা ছাড়িয়ে গেছে লিগটিতে খেলা বাকি সবাইকেই।
সবশেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয় পেয়েছে চেন্নাই। সেই দলের হয়ে মাঠে নেমেছেন ধোনি। ব্যাট হাতে শেষ দিকে ২ বল মোকাবেলা করে করেছেন ৫ রান। তবে এসব ছাপিয়ে তার দল হায়দরাবাদের বিপক্ষে জয় পেয়েছে ৭৮ রানে। আর তাতেই নতুন উচ্চতায় পৌঁছে গেছেন ধোনি।
এ ম্যাচ জয়ের পর আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে দেড়শ ম্যাচ জয়ের কীর্তি গড়েছেন ধোনি। যেই রেকর্ড এই মৌসুমে ভাঙা সম্ভব নয় কারোই। সর্বোচ্চ জয়ের এ তালিকায় ধোনির পরেই অবস্থান তার চেন্নাই সতীর্থ রবীন্দ্র জাদেজার। এই অলরাউন্ডারের জয়ের সংখ্যা ১৩৩টি। সমান জয় আছে রোহিত শর্মারও। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রেকর্ড ৫টি শিরোপা জেতা অধিনায়ক রোহিতের জয়ের সংখ্যা ১৩৩টি।
তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন দীনেশ কার্তিক ও সুরেশ রায়না। রায়না আইপিএলকে বিদায় জানিয়ে দিলেও কার্তিক এখন পর্যন্ত খেলা চালিয়ে যাচ্ছেন। ভারতের হয়ে বিশ্বকাপে দলে সুযোগ পাওয়ার সম্ভাবনাও আছে তার। তার জয়ের সংখ্যা ১২৫টি। অন্যদিকে রায়নার জয়ের সংখ্যা ১২২টি।