সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েও কেন পার্পল ক্যাপ পেলেন না মুস্তাফিজ 

সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েও কেন পার্পল ক্যাপ পেলেন না মুস্তাফিজ 

চেন্নাই সুপার কিংসের হয়ে এর আগের ৩ ম্যাচে ১১ ওভার ৩ বল করে মোটে ১৪৯ রান দিয়েছেন মুস্তাফিজুর রহমান। অর্থাৎ, ওভার প্রতি প্রায় ১৩ রান করে। টানা তিন ম্যাচে খরুচে থাকার পর গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দারুণ এক স্পেল করেন তিনি। কিপটে ইকোনমিতে ২ ওভার ৫ বলে ১৯ রান খরচে নিয়েছেন ২ উইকেট। এতে আসরে আট ম্যাচে মুস্তাফিজের মোট উইকেট সংখ্যা দাঁড়াল ১৪, যা আসরের এখন পর্যন্ত সর্বোচ্চ। অবশ্য সর্বোচ্চ উইকেটের সংখ্যায় পৌঁছালেও পার্পল ক্যাপটা ফিরে পেলেন না তিনি। 

এবারের আসরের শুরুতে পার্পল ক্যাপ প্রথম ওঠে মুস্তাফিজের মাথাতেই। তবে আসরের এই পর্যায়ে সর্বোচ্চ উইকেট শিকার করেও সেটি হাতছাড়া হয়েছে এই বাঁহাতি পেসারের। পার্পল ক্যাপটা এখন ভারতীয় তারকা পেসার যশপ্রীত বুমরাহের দখলে। 

বুমরাহর উইকেটও সমান ১৪টি। তবে বোলিং গড়ের হিসেবে সেটি পাওয়া হয়নি মুস্তাফিজের। ১৪টি উইকেট নিতে বুমরাহর গড় ১৭.০৭। এবং মুস্তাফিজের ২১.১৪। এতেই সেই তালিকার দুইয়ে আছেন তিনি। এদিকে তালিকার তিনে থাকা হারশাল প্যাটেলও নিয়েছেন সমান ১৪ উইকেট। তবে এই ডানহাতি পেসারের গড় খানিকটা বেড়ে ২৩.২৮। অবশ্য বুমরাহ ও হারশাল সমান ৯ ম্যাচ খেললেও মুস্তাফিজ খেলেছেন এক ম্যাচ কম, ৮ ম্যাচ। 

এদিকে ১৩ উইকেট নিয়ে সেই তালিকার চারে আছে মুস্তাফিজের ফ্রাঞ্চাইজি দলটির সতীর্থ মাথিশা পাথিরানা এবং সমান উইকেট নিয়ে পাঁচে সানরাইজার্স হায়দরাবাদের নটরজন। 

গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে আসরের অন্যতম শক্তিশালী দল হায়দরাবাদের বিপক্ষে ৭৮ রানের বড় জয় পেয়েছে চেন্নাই।

সম্পর্কিত খবর