ভারতকে নিয়ে অনিশ্চয়তার মাঝেই চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু প্রস্তাব পাকিস্তানের

ভারতকে নিয়ে অনিশ্চয়তার মাঝেই চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু প্রস্তাব পাকিস্তানের

আইসিসির নেওয়া ২০২২ সালের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়নস ট্রফির আসর বসবে পাকিস্তানের মাটিতে। সেই লক্ষ্যে নিজেদের প্রস্তুতও করছে দেশটি। সবশেষ তথ্য মতে, আইসিসিরি কাছে তিনটি ভেন্যুর নাম প্রস্তাব করেছে পিসিবি। যেই ভেন্যু তিনটি হলো, লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি। তবে সমস্যা হলো, এই টুর্নামেন্টে ভারত শেষ পর্যন্ত অংশ নেবে কি-না সেটি এখনও নিশ্চিত নয়। তাই এশিয়া কাপের মতো ভারতের বাধায় ভেন্যু বদলে যাওয়ার শঙ্কা থাকছেই।

সবশেষ ভারত পাকিস্তান সফরে গিয়েছিল ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে। সেই শেষ। এরপর কখনোই পাকিস্তান সফরে যায়নি ভারত। সবশেষ পাকিস্তানের এশিয়া কাপ আয়োজনে তো পানিই ঢেলে দিয়েছে ভারত। ভারতের বাধার কারণেই হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করতে হয় পাকিস্তানকে। সেক্ষেত্রে ভারত পাকিস্তানে না গিয়ে নিজেদের ম্যাচগুলো খেলে শ্রীলঙ্কায়। তাই চ্যাম্পিয়নস ট্রফিতেও যে সেই পথেই হাঁটবে তারা তা অনেকটাই অনুমেয়।

তবে এবার অন্তত পাকিস্তান সেটি হতে দিতে চায় না। তাই চ্যাম্পিয়নস লিগ আয়োজনে নিয়মিতই যোগাযোগ রাখছে আইসিসির সঙ্গে। জানাচ্ছে নিজেদের আপগ্রেড তথ্য। সেই সঙ্গে আইসিসির কাছ থেকে পরামর্শও নিচ্ছে তারা। আর সেই মুতাবেক কাজও করে যাচ্ছে। তাই এশিয়া কাপ শেষ পর্যন্ত না করা গেলেও চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী পিসিবির নতুন প্রধান মহসিন নকভি।

চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু প্রস্তাব ইস্যুতে নকভি বলেন, ‘আমরা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তানে ম্যাচের সূচি পাঠিয়েছি। আইসিসির নিরাপত্তা দল এসেছিল। তাদের সঙ্গে আমাদের খুব ভালো মিটিং হয়েছে। তারা এখানকার ব্যবস্থা দেখেছে এবং আমরা তাদের সাথে স্টেডিয়াম আপগ্রেডের পরিকল্পনাও শেয়ার করেছি। আমরা আইসিসির সাথে ক্রমাগত যোগাযোগ করছি। আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যে আমরা একটি খুব আয়োজন করব। পাকিস্তানে ভালো টুর্নামেন্ট হয়।’

সম্পর্কিত খবর