বাংলাদেশকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড না ভাবি: শেবাগ
বিশ্বকাপ ইতিহাসে নিজেদের সেরা ওপেনিং জুটি (৯৩) গড়ে ভারতের বিপক্ষে বড় সংগ্রহের আভাস দিয়েছিল বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত মিডল অর্ডারের ব্যর্থতায় শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থেমেছে ২৫৬ তে। পুনেতে সেই টার্গেট মামুলি বানিয়ে ৭ উইকেটে জয় তুলেছে ভারত। এমন হারের পর বাংলাদেশকে কটাক্ষ করতে ছাড়েননি ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ।
আগে ব্যাট করে বাংলাদেশের দারুণ শুরু ও শেষ পর্যন্ত আড়াই’ শ পেরনো সংগ্রহ নিয়ে শেবাগ বলেন, ‘অনুমান করেছিলাম বাংলাদেশ ২৬০-২৬৫ রান করবে, সেটিই হয়েছে। আর এটা সাধারণ ক্রিকেট খেললেও হয়। বাংলাদেশ প্রত্যাশার চেয়ে মাত্র কয়েকবার বেশি রান করে চমকে দিয়েছে। তবে আমি আজও বলি বাংলাদেশ বাংলাদেশই, তাদের যেন আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা না ভাবি।’
ভারতকে ২৫৭ রানের টার্গেট ছুড়ার পর শুরুতেই স্পিনার নিয়ে আসা নিয়েও খোঁচা দিয়েছেন শেবাগ, ‘দ্রুত স্পিনার নিয়ে আসলেও কোনো লাভ হয়নি। যা হয়েছে তা হলো প্রথম ১০ ওভারে যেখানে রান হতো ৮০ থেকে ৯০, সেটা কিছুটা কম হয়েছে। তবে স্পিনার নিয়ে আসা হয়েছিল উইকেটের জন্য, সেটা পাওয়ার প্লেতে মেলেনি। উইকেটও তো এমন ছিল না, টার্ন ছিল না। আর এটা তো বাংলাদেশ, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড নয়। ওদের কাছে প্রত্যাশাই এমন, সেখানেই ওরা থাকবে।’