তৃষ্ণার্তদের পাশে দাঁড়াল রাগবি ফেডারেশন

তৃষ্ণার্তদের পাশে দাঁড়াল রাগবি ফেডারেশন

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে। এমন তীব্র দাবদাহ ৭৬ বছরে দেখা যায়নি আর। যার ফলে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে জীবিকার তাগিদে অন্য শ্রেণীপেশার মানুষেরা এই গরমেই ছুটছেন বাইরে।

এমন তীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত। পানির পিপাসা পেয়ে বসাটা খুব স্বাভাবিক। আজ তেমন তৃষ্ণার্ত মানুষের পাশেই দাঁড়িয়েছে বাংলাদেশ রাগবি ফেডারেশন। 

শহরের অন্যতম ব্যস্ত জায়গা গুলিস্তান। ক্রিকেট বাদে বাকি সব খেলাধুলার প্রাণকেন্দ্রও ওখানেই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের তিন নম্বর গেটের বিপরীতে আজ তৃষ্ণার্ত পথচারীদের পানি পান করানোর উদ্যোগ হাতে নেয় রাগবি ফেডারেশন। 

আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ এ কর্মসূচি শুরু করে ফেডারেশনটি। স্থায়ী হয় পৌনে দুইটা পর্যন্ত। এ অল্প সময়েই অনেক মানুষকে বিশুদ্ধ পানি ও শরবত বিনামূল্যে পান করিয়েছে ফেডারেশনটি। কিছু দিনের মধ্যেই রাজধানীর আরও কিছু জায়গায় এই কর্মসূচি পালন করতে চান ফেডারেশনের সাধারণ সম্পাদক মওসুম আলী। 

সম্পর্কিত খবর