কারা থাকছেন ভারতের বিশ্বকাপ দলে?

কারা থাকছেন ভারতের বিশ্বকাপ দলে?

চলছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জৌলুসপূর্ণ আসর আইপিএল। যেখানে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে নিয়মিত পারফর্ম করছেন বিদেশি ক্রিকেটাররা। আর এই আইপিএল দিয়েই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতে হবে তাদের। কেননা, আইপিএল শেষ হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানেই যে মাঠে গড়াতে চলেছে টি-টোয়েন্টির বিশ্ব আসর। যেখানে প্রথমবারের মতো শিরোপার লড়াইয়ে নামবে ২০টি দল।

৪ জুন শুরু হতে যাওয়া সেই বিশ্বকাপ সামনে রেখে শেষ মুহূর্তে দল গুছাতে ব্যস্ত সময় পার করছে আসরে অংশ নেওয়া দলগুলো। খেলছে দ্বিপাক্ষিক সিরিজ। আর সেই সিরিজ খেলেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করছে তারা। যার সবশেষ উদাহরণ নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে বিশ্বকাপের জন্য প্রথম দল হিসেবে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে কিউইরা।

তবে ভারতের সেই সুযোগ নেই। আইপিএল চলায় এখান থেকেই বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঠিক করতে হবে নির্বাচকদের। আর সেই নির্বাচকদের কাজ এবার কিছুটা সহজই করে দিলেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে ও সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক ওয়াসিম জাফর।

দু’জনেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন। যেই দলে আবার মিল আছে ১৩ জন ক্রিকেটারের। বাকি দু’জন ক্রিকেটার আছেন, যাদের স্কোয়াডে জায়গা হলেও মিল নেই একে অন্যের স্কোয়াডের সঙ্গে। সব মিলিয়ে দু’জনের দলে সেই সংখ্যাটা চারজন। তারা হলেন, রিং সিং, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল ও সন্দীপ শর্মা। এর মধ্যে ভোগলের দলে জায়গা হয়েছে অক্ষর প্যাটেল ও সন্দীপ শর্মার। অন্যদিকে ওয়াসিম জাফর তার দলে রেখেছেন যুজবেন্দ্র চাহাল ও রিংকু সিংকে।

হার্শা ভোগলে অবশ্য তার স্কোয়াডে কোহলিকে রেখেছেন অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেনার হিসেবে। এই পজিশনে বাড়তি ওপেনার হিসেবে রাখা হয়েছে যশস্বী জয়সওয়ালকে। তবে এবারের আইপিএলে অফ ফর্মের মধ্যে দিয়ে যাওয়া হার্দিক পান্ডিয়াকে দু’জনেই রেখেছেন তাদের স্কোয়াডে। কারোর স্কোয়াডেই জায়গা হয়নি শুভমান গিল কিংবা হায়দরাবাদের হয়ে দারুণ ছন্দে থাকা ওপেনার অভিষেক শর্মার। উইকেট কিপার হিসেবে কেউই ব্যাঙ্গালুরুর দীনেশ কার্তিককে সুযোগ দেননি। দু’জনের দলেই আছেন রিশভ পান্ত ও সাঞ্জু স্যামসন। বাদ পড়েছেন লোকেশ রাহুল। দু’জনের দলেই চমক হিসেবে জায়গা পেয়েছেন দারুণ ছন্দে থাকা অলরাউন্ডার শিবম দুবে।

হার্শা ভোগলের ভারতের বিশ্বকাপ দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহিল, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শিবাম দুবে, অক্ষর প্যাটেল, রিশভ পান্ত, সাঞ্জু স্যামসন, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আরশদ্বীপ সিং, সন্দীপ শর্মা।

ওয়াসিম জাফরের ভারতের বিশ্বকাপ দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিংকু সিং, বিরাট কোহিল, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শিবাম দুবে, রিশভ পান্ত, সাঞ্জু স্যামসন, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আরশদ্বীপ সিং।

সম্পর্কিত খবর