তুমি যা নও তা চেষ্টাই করো না, পাকিস্তানকে গিলেস্পি
পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি পেসার জেসন গিলেস্পি। অন্যদিকে সাদা বলে পাকিস্তানের কোচ করা হয়েছে ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতানো গ্যারি কারস্টেনকে। তবে কোচ হিসেবে কারস্টেনের দায়িত্বটা খুব শিগগিরই শুরু হলেও আপাতত অপেক্ষাতেই থাকতে হচ্ছে গিলেস্পিকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চলতি বছরের আগস্টে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান দল। বাবর আজমদের কোচ হিসেবে সেই সিরিজই হবে কোচ হিসেবে তার প্রথম অ্যাসাইনমেন্ট। তার আগে অবশ্য পাকিস্তান দলকে বার্তা দিয়েছেন এই অজি কিংবদন্তি।
কোচ হিসেবে পাকিস্তান দলের কাছে তার প্রত্যাশা সম্পর্কে বলতে গিয়ে গিলেস্পি বলেন, ‘সহজ কথায় পাকিস্তান ক্রিকেট দলের কাছ থেকে আমি তেমন ক্রিকেটই চাই, যা তাদের সঙ্গে মানানসই। আর আমার কাছে সেটাই গুরুত্বপূর্ণ। আমার দর্শন হলো, সেটা তুমি চেষ্টাই করো না যা তুমি নও!’
অস্ট্রেলিয়ার হয়ে ৭১টি টেস্ট খেলে ২৫৯টি উইকেট ও ১২১৮ রান করা গিলেস্পি আরও বলেন, ‘আমি তাদের বলব, ইতিবাচক থাকুন, আক্রমণাত্মক এবং বিনোদনমূলক হন। মুখে হাসি নিয়ে খেলুন এবং ভক্তদের বিনোদন দিন। এখানে এমন সময়ও আসবে যখন আপনি চূর্ণবিচূর্ণ হয়ে যাবেন, আর দিনশেষে এটাই টেস্ট ক্রিকেট। এখানে আপনার দক্ষতা, মানুষিক শক্তি এবং ধৈর্যের পরীক্ষা হবে।’