এলপিএলের নিলামে ৫০০ বিদেশি, আছেন তামিম-মুশফিকরাও

এলপিএলের নিলামে ৫০০ বিদেশি, আছেন তামিম-মুশফিকরাও

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই মাঠে গড়াতে যাচ্ছে পঞ্চম শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। যা মাঠে গড়ানোর কথা রয়েছে আগামী পহেলা জুলাই থেকে ২১ জুলাই। তার আগে আসর সামনে রেখে নিলামে নাম লিপিবদ্ধ করার জন্য ক্রিকেটারদের আহবান জানিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। সেই আমন্ত্রণে নিলামে নিজেদের নাম তালিকাভুক্ত করেছে মোট ৫০০ ক্রিকেটার। যেখানে রয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। যা এক বিবৃতিতে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড এসএলসি।

এবারের এলপিএলে খেলতে বিশ্বের মোট ২৪টি দেশের ৫০০ জন ক্রিকেটার নিলামে নিজেদের নাম তুলেছেন। যার মধ্যে বাংলাদেশের হয়ে নিলামে নাম দিয়েছেন মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত এবং তাসকিন আহমেদ।

এর বাইরে উল্লেখযোগ্য বেশ কয়েকজন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে এসএলসি। সেই তালিকায় আছে নিউজিল্যান্ডের টিম সাউদি, জেমি নিশাম, ঈশ সোধি এবং মার্ক চাপমান। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের মধ্যে আছেন শাই হোপ, এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার। ইংলিশ ক্রিকেটারদের মধ্যে রেস টপলি এবং আফগান ক্রিকেটারদের মধ্যে ইব্রাহিম জাদরান, নূর আহমেদ, গুলবাদিন নায়েবরা আছেন।

এলপিএলে অবশ্য সবশেষ আসরেও ছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। সাকিব আল হাসান দল পেলেও পরে নিজেকে সরিয়ে নেন। ছিলেন মোহাম্মদ মিঠুন ও তাওহিদ হৃদয়। এরমধ্যে হৃদয় তো নিয়মিত ম্যাচও খেলেছেন সেখানে।

সম্পর্কিত খবর