সাকিব দেশে ফিরলেন ডিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে
ঢাকা প্রিমিয়ার লিগে আগামীকাল মঙ্গলবার মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল শেখ জামাল আর শিরোপার দুয়ারে থাকা আবাহনী। ঠিক এই ম্যাচের সামনে সাকিব যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসেছেন দেশে। তবে ঢাকা প্রিমিয়ার লিগের এই ম্যাচে খেলবেন কি না, তা নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি এখনও।
সাকিব গত রোববার রাতে ফিরে এসেছেন ঢাকায়। এসেই অবশ্য তিনি ছুটে গেছেন মাগুরায়, তার নির্বাচনী এলাকায়। সেখানে তিনি মাগুরার জেলা প্রশাসকের কার্যালয়ে যান। মাগুরা থেকে আজ রাতেই তার ফিরে আসার কথা আছে ঢাকায়।
তবে ফিরলেও ভ্রমণক্লান্তি কাটিয়ে উঠতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তাই কালকের ম্যাচে তার খেলা নিয়ে ধোঁয়াশাটাও মিটছে না। কালকের ম্যাচে না থাকতে পারলে শেখ জামালের পরের দুই ম্যাচে দেখা যেতে পারে সাকিবকে।
এই বিষয়ে সাকিব যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে বলেন, ‘আলোচনার মাধ্যমেই (চূড়ান্ত) হয়, আমার ইচ্ছেমতো হয় না। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন ম্যাচ খেলার আগে। দুটি ম্যাচ খেলার সুযোগ থাকছে। প্রস্তুতিটাও ভালো হবে। সে কারণে আসলে এই দুটি ম্যাচ খেলা। এখানে এর বেশি কিছু নেই।’