‘পাকিস্তান জিতলে টাটা বাই বাই অস্ট্রেলিয়া’

‘পাকিস্তান জিতলে টাটা বাই বাই অস্ট্রেলিয়া’

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। অজিরা এখন পর্যন্ত টুর্নামেন্টে একটি জয় পাওয়ায় সেমিফাইনালের রেসে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। অস্ট্রেলিয়ার জন্য সমীকরণটা যে বেশ কঠিন সেটি মনে করিয়ে দিয়েছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপরাও। বলেছেন, পাকিস্তানের বিপক্ষে হারলে টাটা বাই বাই অস্ট্রেলিয়া।

নিজেদের সবশেষ ম্যাচে অস্ট্রেলিয়া আসরের প্রথম জয় পেলেও; সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে পাকিস্তান। এ ম্যাচে হারলে সেমির সমীকরণ অনেকটাই কঠিন হয়ে যাবে তাদেরও। সব মিলিয়ে সেমিফাইনালের পথে পা বাড়াতে এ ম্যাচে জয় পেতে মুখিয়ে আছে বাবর আজমের দল। এই অবস্থায় বেঙ্গালুরুতে জমজমাট এক ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট-প্রেমীরা।

অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচ নিয়ে আকাশ চোপরা বলেন, ‘দুটি দলই এই মুহূর্তে প্রায় একই নৌকায় অবস্থান করছে। দুজনেই শ্রীলঙ্কাকে হারিয়েছে এবং দুজনেই ভারতের কাছে হেরেছে। পাকিস্তান নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জিতেছে এবং অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তান হেরে গেলে সেটা হবে চার ম্যাচে দুটি পরাজয় এবং দুটি জয়। এবং অস্ট্রেলিয়ার জন্যও একই গল্প হবে। তবে পাকিস্তান জিতলে অস্ট্রেলিয়াকে টাটা বাই-বাই বলতে হবে। কিন্তু পাকিস্তান হেরে গেলে আপনি ধরে নিতে পারেন যে তাদের বিদায়ও শীঘ্রই ঘটবে।’

সম্পর্কিত খবর