‘আইপিএলের ফর্ম দেখে বিশ্বকাপ দল নয়’

‘আইপিএলের ফর্ম দেখে বিশ্বকাপ দল নয়’

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি মাত্র ৩২ দিন। তার আগে বিশ্বকাপের দল চূড়ান্ত করতে ব্যস্ত সময় কাটছে প্রতিটি দলের নির্বাচকদের। নিউজিল্যান্ডের নির্বাচকরা অবশ্য সেই কাজ সেরে ফেলেছেন। সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করেছেন। ভারতের নির্বাচকদের অবশ্য সেটি করতে নজর রাখতে হচ্ছে আইপিএলে। আর সেখানে চোখ রাখতে গিয়ে রীতিমতো বিভ্রান্তিতেই পড়তে হচ্ছে তাদের।

কেননা, ভারতের নিয়মিত ক্রিকেটারদের অনেকে পারফর্ম করতে না পারলেও নজর কাড়ছেন রাডারের বাইরে থাকা অনেক ক্রিকেটার। যা নিয়ে সিদ্ধান্তহীনতাই ভুগছেন তারা। কাকে বাদ দিয়ে কাকে সুযোগ করে দেবেন নিতে পারছেন না কঠিন সেই সিদ্ধান্ত। আর এই অবস্থায় নির্বাচকদের পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইরফান পাঠান।

তার মতে, কেবল এই আইপিএলের ফর্ম না দেখে সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের ফর্ম ও জাতীয় দলে ক্রিকেটারদের অবদানের কথা মাথায় রাখতে বলছেন তিনি।

যা নিয়ে স্টার স্পোর্টসে ইরফান বলেন, ‘যখন আপনি নির্বাচক কমিটিতে, তখন আপনাকে দেখতে হবে ভারতের হয়ে পূর্বে তাদের অবদান কেমন ছিল। এটাও আইপিএলের আগেও হতে পারে। আমাকে সে সব ভুলে গেলে চলবে না। আমি বলছি না তাদের অনেক পেছনে ফিরে যেতে হবে। তবে সেটাও বিবেচ্য বিষয়। কেননা, কিছু ক্রিকেটার আইপিএলে পারফর্ম করছে দেখেই আপনি তাদের দলে টানবেন, এমনটিও ঠিক না।’

আইপিএল আর বিশ্ব মঞ্চে পারফরম্যান্সটা যে সম্পূর্ণ আলাদা সেটিও মনে করিয়ে দিয়েছেন পাঠান। বলেন, ‘আইপিএলে সবসময় এক বা দুইজন আনক্যাপড বোলার থাকে যারা ছোট মাঠ এবং সমতল পিচের কারণে সহজেই মার খায়। তবে, আন্তর্জাতিক ক্রিকেট সম্পূর্ণ ভিন্ন। এখানে পাঁচজন বোলার থাকবে, প্রত্যেকে বিশ্বকাপের আগে উল্লেখযোগ্য সংখ্যক ম্যাচ খেলেছে। তারা প্রচুর অভিজ্ঞতা নিয়ে আসবে। সুতরাং, তাদের অবদান উপেক্ষা করা যাবে না। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করা গুরুত্বপূর্ণ, তবে আইপিএলের আগে ভারতীয় দলের জন্য তাদের অর্জনগুলিও মনে রাখবেন।’

সম্পর্কিত খবর