সাকিবকে নিয়েও ‘খর্বশক্তির’ আবাহনীর সামনে ধুঁকছে শেখ জামাল

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১০:০৫ এএম | ৩০ এপ্রিল, ২০২৪

‘এভাবে তো ১২ জনের দলই সাজানো যাবে না!’ – গতকাল এভাবেই সংবাদ মাধ্যমে নিজের হতাশা প্রকাশ করেছিলেন আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন। আবাহনী দলটা আগাগোড়া জাতীয় দলের খেলোয়াড় দিয়ে গড়া। ১ থেকে ১১ পর্যন্ত লাইন আপ দেখলে আবাহনী না বাংলাদেশ তা নিয়ে দ্বন্দ্বে পড়ে যাওয়ার যোগাড় হতো। কিন্তু জিম্বাবুয়ে সিরিজের জন্য নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, শরিফুল ইসলামরা যোগ দিয়েছেন ক্যাম্পে। আবাহনী বিপাকে পড়ে গিয়েছিল তাতেই। 

প্রিমিয়ার লিগের শিরোপা এখনও নিশ্চিত হয়নি। নিদেনপক্ষে একটা ম্যাচ জিততেই হবে আবাহনীকে। এমন পরিস্থিতিতে এসে দল নামানো নিয়েই তৈরি হয় শঙ্কা। শেষমেশ আফিফ হোসেন, তানজিম হাসান সাকিব আর তানভির ইসলামকে চেয়ে বিসিবিকে চিঠি দেয় আবাহনী। সে চিঠি বিসিবি মঞ্জুর করে। 

আজ শেখ জামালের বিপক্ষে আবাহনী তাই কোনোক্রমে একাদশ নামানোর অবস্থায় পৌঁছে। মোসাদ্দেক হোসেন সৈকতের অধীনে নামে ম্যাচে। ওদিকে শেখ জামালে আজকের এই ম্যাচে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। তাই দলের শক্তি বেড়ে গেছে বহুগুণে।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব অবশ্য এরপরও ধুঁকছে আবাহনীর বিপক্ষে। টস হেরে ব্যাট করতে নেমে ১৫ রান তুলতেই খুইয়ে বসে ৩ উইকেট। তবে ওপেনার সৈকত আলীর সঙ্গে মিলে সাকিব আল হাসান এখন মেরামত করছেন দলটির ইনিংস। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের জুটি ৪৪ বলে তুলেছে ৩৯ রান। ১৪ ওভার শেষে শেখ জামালের সংগ্রহ ৫৪ রান, উইকেট ওই তিনটিই।

খেলার দুনিয়া | ফলো করুন :