দ্বিতীয় ম্যাচের আগে ব্যাটিং নিয়ে দুর্ভাবনা

দ্বিতীয় ম্যাচের আগে ব্যাটিং নিয়ে দুর্ভাবনা

অস্ট্রেলিয়া সিরিজটা যেখানে শেষ করেছিল বাংলাদেশ, ভারত সিরিজটা যেন শুরু করেছে সেখান থেকেই। নিগার সুলতানা জ্যোতির দল অজিদের বিপক্ষে সে সিরিজ দুটো হেরেছিল, হয়েছিল ধবলধোলাই। এবার ভারতের বিপক্ষেও সেই একই ব্যাটিং-হতাশার পুনর্মঞ্চায়ন ঘটাচ্ছেন ব্যাটাররা। 

প্রথম ম্যাচে ভারতের ১৪৫ রানের জবাবে বাংলাদেশ তুলতে পেরেছে মোটে ১০৮। বোলিংটা ঠিকঠাক হওয়ার পর ব্যাটিংয়ের কারণে ম্যাচটা হেরেছে বাংলাদেশ, কোচ হাশান তিলকরত্নে কিংবা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সবার ভাবনা একই। 

কোচ তিলকারত্নের কথা, ‘দুর্ভাগ্য, আমাদের ব্যাটিং ভালো হয়নি। আমার মনে হয়, এটা (১৪৫) তাড়া করার মতো ছিল। ব্যাটিং যেভাবে করেছি, তাতে হতাশ।’

একই কথা অধিনায়ক জ্যোতির মুখেও। তার ভাষ্য, ‘যখন আপনি ১৪০-এর বেশি রান তাড়া করবেন, তখন পাওয়ার প্লেতে রান তুলতে হবে আপনাকে। কিন্তু আমাদের টপ অর্ডার ব্যাটাররা রান তুলতে পারেননি।’ 

সে ম্যাচে জ্যোতিই কেবল লড়েছেন একা। তিনি পারলে বাকিরা পারছে না কেন, সে নিয়ে দুশ্চিন্তা কোচের। তিলকরত্নের অভিমত, ‘জ্যোতি ভালো ব্যাটিং করেছে। সে চাপ নিয়েছে। কিন্তু অন্যরা কেউ সহায়তা করতে পারছে না। এটিই এখন আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়।’

তবে সে দুর্বলতা নিয়ে কাজ করছেন বলে জানালেন লঙ্কান এই কোচ। তার কথা, ‘সবার সঙ্গে আলোচনা করেছি, জ্যোতিকে কীভাবে আমরা সহায়তা করতে পারি। গতকাল কী ভুল হয়েছে, সেটা বাকিরা বুঝেছে বলে আমি নিশ্চিত। সব ভুল শুধরে ঘুরে দাঁড়াবে বলে আশা করি।’

আজ বিকেল ৪টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। 

সম্পর্কিত খবর