দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা, নেই ডুসেন

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা, নেই ডুসেন

নিউজিল্যান্ডের পর এবার দ্বিতীয় দল হিসেবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। যেই দলে জায়গা হয়নি এ বছর টি-টোয়েন্টিতে দেশটির হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক রসি ভ্যান ডার ডুসেন। তার জায়গায় চমক হিসেবে দলে নেওয়া হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও কোনো ম্যাচ না খেলা রায়ান রিকেল্টন ও ওটনিল বার্টম্যানকে। দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।

চলতি বছর দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান ডুসেনের। পাকিস্তানের ব্যাটার বাবার আজমের পর যা দ্বিতীয় সর্বোচ্চ। সব মিলিয়ে চলতি বছর ৩০ ইনিংস ব্যাট করে ১ হাজার ২৩ রান তার। যেখানে ২টি সেঞ্চুরি ও ৬টি হাফ সেঞ্চুরি রয়েছে। এমন দুর্দান্ত ছন্দে থাকার পরও শেষমেশ বিশ্বকাপের ১৫ সদস্যের দলে জায়গা হয়নি তার।

ডুসেনের জায়গায় এসএ টি-২০ লিগে ৫৮.৮৮ গড়ে ৫৩০ রান করা রায়ান রিকেল্টনকে দলে রেখেছে প্রোটিয়ারা। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় তিনি। অন্যদিকে একই লিগে ৮ ম্যাচে ১৮ উইকেট শিকার করে বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে বার্টম্যানের।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল:
এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, বর্ন ফরচুইন, রিজা হেন্ড্রিকস, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস


রিজার্ভ: নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি

সম্পর্কিত খবর