ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে আর্চার আছেন, ওকস নেই
বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে রেকর্ড তৃতীয় বার শিরোপা জয়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাবে দলটা। তার এক মাস আগে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে ইংলিশরা।
দীর্ঘ চোট কাটিয়ে জফরা আর্চার সরাসরি জায়গা করে নিয়েছেন এই স্কোয়াডে। আছেন ক্রিস জর্ডানও। তবে এই স্কোয়াডে জায়গা হয়নি ক্রিস ওকসের মতো অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডারের।
আর্চার নিজের সবশেষ আন্তর্জাতিক ম্যাচটা খেলেছেন ২০২৩ সালের মে মাসে। এরপর থেকেই কনুইয়ের ইনজুরি তাকে রেখেছিল দলের বাইরে। তবে সেই চোট কাটিয়ে সরাসরি বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন তিনি।
ক্রিস জর্ডানও অনেকটা একইভাবে দলে ঢুকে যাচ্ছেন। সবশেষ ম্যাচটা তিনি খেলেছেন সেই গেল সেপ্টেম্বরে। তবু তাকে দলে রেখেছে ইংলিশরা। এছাড়া ইংল্যান্ড স্কোয়াডে তেমন চমক নেই।
আজ স্কোয়াড ঘোষণা করলেও আগামী ২৫ মে পর্যন্ত প্রত্যেকটি দল নিজেদের স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে। তবে সেক্ষেত্রে তাদের অনুমতি নিতে হবে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির কাছ থেকে।
ইংল্যান্ড স্কোয়াড-
জশ বাটলার (অধিনায়ক), মইন আলী, জফরা আর্চার, জনাথন বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, মার্ক উড।