বাংলাদেশের বিপক্ষে খেলেই মাঠের বাইরে পান্ডিয়া

বাংলাদেশের বিপক্ষে খেলেই মাঠের বাইরে পান্ডিয়া

বিশ্বকাপে টানা চার জয়ে উড়ছে ভারত। সবশেষ ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে দলটি। রয়েছে ফুরফুরে মেজাজে। তবে এর মধ্যেও ভারতকে খানিকটা অস্বস্তিতে ফেলেছে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার চোট। বাংলাদেশের বিপক্ষে বোলিং করার সময় গোড়ালিতে চোট পেয়েছেন এই ক্রিকেটার।

ভারতের পরের ম্যাচ আগামী ২২ অক্টোবর ধর্মশালায়। যেখানে দলটির মুখোমুখি হবে আসরের অন্যতম শক্তিশালী দল নিউজিল্যান্ড। ভারতের মতো তারাও সবশেষ চার ম্যাচের চারটিতেই জয় পেয়েছে। রয়েছে সেমিফাইনালের দৌড়ে। ওই ম্যাচটি জিতলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে তাদের। ভারতেরও তাই। স্বাভাবিকভাবেই তাই দু’দলের লক্ষ্যই এক। সবার আগে সেমিফাইনালের টিকিট পেতে চায় দু’দলই। এই অবস্থায় বিশ্বকাপের সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচ হবে এটি; তা বলায় যায়।

এমন ম্যাচে দু’দলই চাইবে তাদের সেরা একাদশ মাঠে নামাতে। যদিও সেখানে খানিকটা পিছিয়েই পড়ল ভারত। দলের অন্যতম সেরা অলরাউন্ডার পান্ডিয়ার সার্ভিস পাবে না তারা। বাংলাদেশ ম্যাচে চোট পাওয়ায় চিকিৎসা করাতে বেঙ্গালুরুতে দেশটির জাতীয় ক্রিকেট একাডেমিতে নিয়ে যাওয়া হবে তাকে। যেখানে তার চিকিৎসা করবেন ইংল্যান্ডের একজন বিশেষজ্ঞ ডাক্তার।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা পান্ডিয়ার চোট নিয়ে বলেছেন, ‘তিনি বেঙ্গালুরুতে যাবেন। তাকে এনসিএ-তে রিপোর্ট করতে বলা হয়েছে। মেডিকেল টিম তার গোড়ালির স্ক্যান রিপোর্ট দেখেছে। মনে হচ্ছে একটি ইনজেকশন নিলে তিনি সুস্থ হয়ে উঠবেন। বিসিসিআই ইংল্যান্ডের একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করেছিল এবং তারাও একই মত পোষণ করেছে। তিনি পরের ম্যাচে অনুপস্থিত থাকবেন।’

সম্পর্কিত খবর