টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম ম্যাচে টস ভাগ্যটা সঙ্গ দেয়নি বাংলাদেশকে। স্বাগতিকরা ম্যাচটাও হেরেছিল ৪৪ রানে। তবে দ্বিতীয় ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি টস ভাগ্যটা সঙ্গে পেলেন।

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতলেন তিনি। নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।

এই ম্যাচে ভারত তাদের একাদশে এনেছে একটি পরিবর্তন। ইয়াস্তিকা ভাটিয়ার জায়গায় দলটির একাদশে এসেছেন হেমালতা। বাংলাদেশ একাদশেও এসেছে পরিবর্তন। সেটা আবার ভারতের মতো একটিই। ঝর্না আক্তারের জায়গায় দলে এসেছেন রিতু মনি।

সিরিজের প্রথম ম্যাচে হেরে বাংলাদেশ পিছিয়ে পড়েছে ১-০ ব্যবধানে। ফলে এই ম্যাচটা বাংলাদেশের জন্য সিরিজে ফেরার ম্যাচ। টস ভাগ্যের মতো ম্যাচ ভাগ্যটাও সঙ্গ দেয় কি না, সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশ একাদশ-
দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (উইকেটরক্ষক, অধিনায়ক), ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, রিতু মনি, মারুফা আক্তার, সুলতানা খাতুন, ফারিহা তৃষ্ণা।

ভারত একাদশ-
স্মৃতি মান্দানা, শেফালি ভার্মা, দায়ালান হেমালতা, হরমনপ্রীত কর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটরক্ষক), সজীবন সজনা, পুজা বস্ত্রকর, শ্রেয়াঙ্কা পাতিল, দীপ্তি শর্মা, রেনুকা ঠাকুর, রাধা যাদব।

 

সম্পর্কিত খবর