ভারতের বিশ্বকাপ দল ঘোষণা, টিকে গেছেন পান্ডিয়া
চলতি আইপিএলটা ভালো যাচ্ছিল না ভারতীয় জাতীয় দলের অনেকেরই। অন্যদিকে জাতীয় দলের বাইরে থাকা অনেকেই পারফর্ম করছিলেন। যা নিয়ে নির্বাচকদের ওপর বেশ ভালোই চাপ ছিল। তবে সেই চাপে নুইয়ে না পড়ে জাতীয় দলের পরীক্ষিত ক্রিকেটারদের নিয়েই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত।
যেখানে চমক হিসেবে জায়গা হয়েছে আইপিএলে দারুণ ছন্দে থাকা শিভম দুবের। আইপিএলে পারফর্ম না করতে পারলেও টিকে গেছেন হার্দিক পান্ডিয়া। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন রিশভ পান্ত। তার সঙ্গে বাড়তি উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে রাজস্থানের হয়ে দারুণ সময় পার করা সাঞ্জু স্যামসনকে।
এবারের আইপিএল দিয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া পান্ত এখন পর্যন্ত ১১ ইনিংস খেলে রান করেছেন ৩৯৮। অন্যদিকে স্যামসনের সংগ্রহ ৯ ইনিংসে ৩৮৫। রানের হিসেবে স্যামসনের ঠিক পরেই অবস্থান লোকেশ রাহুলের। তবে স্ট্রাইক রেটের বিচারে পিছিয়ে পড়েছেন তিনি। স্যামসন যেখানে রান তুলেছেন ১৬১ স্ট্রাইক রেটে। সেখানে রাহুলের স্ট্রাইক রেট ১৪৪। আর এই স্ট্রাইক রেটের কারণেই ভাবা হচ্ছিল দলে জায়গা পেতে পারেন দীনেশ কার্তিক। তবে শেষ পর্যন্ত হয়নি সেটি।
তবে এবারের আইপিএলে সবচেয়ে বেশি নজর কেড়েছেন শিভম দুবে। চেন্নাইয়ে জার্সিতে বোলিংয়ের পাশাপাশি নিয়মিতই রান করছেন ব্যাট হাতে। হয়ে উঠেছেন দলের মূল কাণ্ডারি। ৯ ম্যাচে তার রান ৩৫০। যেখানে তার স্ট্রাইক রেট ১৭২। আর সে কারণেই দলে রাখা হয়েছে তাকে। হার্দিকের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে তাকে। যদিও আইপিএলটা ভালো যাচ্ছে না হার্দিকের। তবুও হার্দিকের অভিজ্ঞতায় আস্থা আছে নির্বাচকদের। আর সে কারণেই কেবল দলে রাখা হয়নি, করা হয়েছে অধিনায়ক রোহিতের ডেপুটিও।
আইপিএলে পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন পান্ত, দুবে ও যুজবেন্দ্র চাহাল। এর বাইরে ভ্রমণ রিজার্ভ হিসেবে দলে রাখা হয়েছে শুভমান গিল, রিংকু সিং, খলিল আহমেদ ও আভেশ খানকে। স্কোয়াডের কেউ চোটে পড়লে তাদের বিকল্প হবেন তারা।
এই দলে ব্যাটার হিসেবে আছেন মোট চার জন্য। দুই জন উইকেটরক্ষক। চার জন অলরাউন্ডার। স্পিনার দুই জন ও পেসার বাকি তিনজন।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পান্ত, সাঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর পাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
রিজার্ভ: শুভমান গিল, রিংকু সিং, খলিল আহমেদ, আভেশ খান।