মুম্বাইয়ের ড্রেসিং রুমে গ্রুপিং দেখছেন ক্লার্ক

মুম্বাইয়ের ড্রেসিং রুমে গ্রুপিং দেখছেন ক্লার্ক

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স। এবারও শিরোপা জয়ের লক্ষ্যেই দল গড়েছিল তারা। একই সঙ্গে ভবিষ্যতের কথা মাথায় রেখে নেতৃত্বে রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে বসিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। আর তাতেই নাকি মুম্বাইয়ের ক্রিকেটারদের সম্পর্কে ধরেছে ফাটল। ড্রেসিং রুমে গ্রুপিংয়ে জড়িয়ে পড়েছেন সাবেক ও বর্তমান অধিনায়কের অনুজরা। যার ছাপ পড়ছে মাঠের ক্রিকেটেও। মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে এমন কথায় জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।

চলতি আইপিএলটা খুব একটা ভালো কাটছে না মুম্বাইয়ের। এখন পর্যন্ত ৯ ম্যাচ শেষে ১০ দলের আইপিএলে ৯ নম্বরে অবস্থান হার্দিক পান্ডিয়ার দলের। প্লে অফের সমীকরণটা হয়ে গেছে কঠিন। সেই সমীকরণ মেলাতে শেষ ৫ ম্যাচের ৫টিতেই জিততে হবে তাদের। দলের এই অবস্থায় যা বেশ কঠিনই বলা চলে। তাই প্রশ্ন উঠেছে, এমন তারকাঠাসা দলের হঠাৎ কি হলো?

সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই মুম্বাইয়ে ড্রেসিং রুমে গ্রুপিংয়ের কথা জানিয়েছেন ক্লার্ক। বলেন, ‘আমার মনে হয়, আমরা বাইরে থেকে যা দেখছি তার চেয়ে অনেক বেশি কিছু চলছে ভেতরে। আপনার দলে এত ভাল খেলোয়াড় রয়েছে আর তারা অসংলগ্নভাবে পারফর্ম করছে এটা হতে পারে না। সুতরাং, আমার মনে হয় তাদের ড্রেসিং রুমের ভিতরে বিভিন্ন গ্রুপ রয়েছে। যার ফলে কোনো কিছুই কাজ করছে না, তারা একসাথে পারফর্ম করছে না। তারা দল হিসাবে খেলছে না।’

ক্লার্ক আরও বলেন, ‘আমি মনে করি, বড় টুর্নামেন্ট জেতার জন্য আপনাকে একটি দল হতে হবে। শুধুমাত্র ব্যক্তিগত পারফরম্যান্সে ভরসা করলে হবে না। আর দুর্ভাগ্যবশত তারা একটি দল হিসাবে ভাল খেলছে না। তবে আমি আশা করছি তারা ঘুরে দাঁড়াবে।’

সম্পর্কিত খবর