দেখে নিন বাংলাদেশের বিশ্বকাপ দল, হিসাব মেলান

দেখে নিন বাংলাদেশের বিশ্বকাপ দল, হিসাব মেলান

বিশ্বকাপ দল গঠন করতে কি নির্বাচকদের খুব কঠিন কোনো পরিশ্রম করতে হচ্ছে? খুব বেশি চিন্তা করতে হচ্ছে?

উত্তর হচ্ছে না, টি- টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল গঠন নিয়ে নির্বাচকদের তেমন বাড়তি কোনো চিন্তাই করতে হচ্ছে না। দল প্রায় গড়া হয়ে গেছে আগেভাগেই। এক বা দুজনকে নিয়ে সামান্য কিছু চিন্তা ছাড়া বাকি অন্তত ১৩/১৪ জনের নামের পাশে নির্বাচকরা টিকমার্ক বসিয়ে দিয়েছেন।

বিশ্বকাপের দলকে যদি আপনি ব্যাটার, অলরাউন্ডার, স্পিনার এবং পেস বোলার এই চার ক্যাটাগরিতে ভাগ করেন তাহলেই তালিকার ১৫ জনের শতকরা ৯৯ ভাগ নাম পেয়ে যাবেন।

চলুন সেই হিসেব মেলাই।

প্রথমেই ব্যাটারদের প্রসঙ্গ। ওপেনিংয়ে লিটন দাস ও তানজিম হাসান তামিম থাকছেন সেই বিষয়টা নিশ্চিত। অধিনায়ক তো বাংলাদেশ আগেই ঘোষণা করেছে। সেই সূত্রে নাজমুল হোসেন শান্তর জায়গা দলে গ্যারেন্টেড অনেক আগেই। ফর্ম এবং এই ফরমেটে খেলার দক্ষতায় তাওহিদ হৃদয় মিডলঅর্ডারে আরেকটি অটোমেটিক চয়েজ।

ব্যাটার হিসেবে বাকি পছন্দের তালিকায় থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক। অভিজ্ঞতা এবং বর্তমান ফর্মের প্রেক্ষিতে মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্বকাপে যাচ্ছেন সন্দেহাতীতভাবেই। জাকের আলী অনিক বিপিএল এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক সিরিজে যে পারফরমেন্স দেখিয়েছেন তাতে নির্বাচকদের গুডবুকে তার লেখা হয়ে গেছে আগেভাগেই। আরেক ব্যাটার হিসেবে আফিফ হোসেন ধ্রুব নাকি পারভেজ হোসেন ইমন এই নিয়ে কিছুটা বিশ্লেষণে রয়েছেন নির্বাচকরা। তবে অভিজ্ঞতা, ম্যাচ উইনিং পারফরমেন্স, বোলিং দক্ষতা এবং প্রিমিয়ার ক্রিকেটে সর্বশেষ ম্যাচে ম্যাচ জেতানো ইনিংস বিশ্বকাপের ১৫ জনের তালিকায় আফিফ হোসেনকে এগিয়ে রাখছে। তরুণ পারভেজ হোসেন ইমনকে আরেকটি বিশ্বকাপের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে। খুব সম্ভবত এই বিশ্বকাপে তার জায়গা হচ্ছে রিজার্ভ তালিকায়।

অলরাউন্ডার কোটায় যথারীতি সবার আগে নাম সাকিব আল হাসানের। আরেকটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা যোগ হচ্ছে সাকিবের ক্যারিয়ারে। স্পিন কোটায় থাকছেন অফস্পিনার শেখ মাহেদি ও রিশাদ হোসেন। লেগস্পিনার নিয়ে কোনো বিশ্বকাপে খেলতে না পারার দুঃখ এবার বাংলাদেশ ভুলতে যাচ্ছে রিশাদ হোসেনের অন্তর্ভুক্তিতে। বাড়তি সুবিধা হলো শেখ মাহেদি এবং রিশাদ হোসেন দুজনেই মারকুটো ব্যাটিংটাও ভালোই জানেন। শেখ মাহেদির তো আবার টপঅর্ডার এবং মিডলঅর্ডারে ব্যাটিং করার অভিজ্ঞতাও রয়েছে।

পেস বোলিং অলরাউন্ডার কোটায় মোহাম্মদ সাইফ উদ্দিনের নাম তালিকার শীর্ষে। তবে সমস্যা ছিল তার ইনজুরি। প্রিমিয়ার ক্রিকেটে তার বোলিং ও পারফরমেন্স বেশ কড়া নজরে রেখেছিলেন নির্বাচকরা। ইনজুরি নিয়ে বাড়তি কোনো সমস্যায় আর পড়েননি সাইফ উদ্দিন। বিশ্বকাপ দলে তার অন্তর্ভুক্তির অন্যতম উপাত্ত হলো বিপিএলে দুর্দান্ত পারফরমেন্স। শেষের দিকে ব্যাটিংয়ে নেমে প্রায় প্রতি ম্যাচেই দেড়শ’ দুশোর ওপর স্ট্রাইক রেটে রান তুলেছেন তিনি। ডেথ ওভারে বোলিংয়েও তার পারফরমেন্স ছিল নজর কাড়া।

স্পোর্টস বাংলার বাংলাদেশের বিশ্বকাপ দল
Caption

 

পেস বোলিং বিভাগে শরিফুল ইসলামকে এখন বাংলাদেশ দলের ‘নেতা’ মানা হয়। এই মর্যাদা অর্জন করেছেন শরিফুল তার পারফরমেন্স দিয়েই। পেছনের কয়েক বছরে তিনি দলের অন্যতম ধারাবাহিক পারফর্মার। প্রায় প্রতিটি ম্যাচে তাকে পরিকল্পনায় রেখেই বোলিং একাদশ সাজানো হয়। শরিফুল নিশ্চিতভাবেই যাচ্ছে আমেরিকা বিশ্বকাপে। জাতীয় দলে মুস্তাফিজুর রহমানের সাম্প্রতিক ফর্ম ঠিক আহামরি মানের কিছু না। কিন্তু এবারের আইপিএলে তার বোলিং পারফরমেন্স এবং ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট শিকারের কৌশল বিশ্বকাপে বাংলাদেশ দলে তার জায়গাটা নিশ্চিত করেছে। তাসকিন আহমেদের জায়গা নিয়েও কোনো সংশয় নেই। তরুণ পেসার তানজিম হাসান তামিম গতি এবং সঠিক নিশানার জন্য বিশ্বকাপ দল পরিকল্পনায় রয়েছেন।

হিসেব মিলল, বিশ্বকাপ দলের?

সাত ব্যাটার। চার অলরাউন্ডার। চারজন বোলার। এই পনের নিয়েই বাংলাদেশের বিশ্বকাপ দল।

স্পোর্টস বাংলার বাংলাদেশের বিশ্বকাপ দল: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, সাকিব আল হাসান, শেখ মাহেদি, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ।

সম্পর্কিত খবর