ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন জ্যোতি-রাবেয়া
সম্প্রতি ব্যাট হাতে দারুণ সময় পার করছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিংয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে জ্যোতিই বাংলাদেশের মূল আস্থার জায়গা। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৩* রানের ইনিংসের পর ফিফটি পেয়েছেন ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও। ধারাবাহিক এমন পারফরম্যান্সের পর জ্যোতিকে পুরস্কৃত করেছে আইসিসি। সুখবর দিয়েছে র্যাঙ্কিংয়ে।
মঙ্গলবার মেয়েদের র্যাঙ্কিংয়ের হালনাগাদ করেছে আইসিসি। আর সেই হালনাগাদেই উন্নতি হয়েছে জ্যোতির। ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে অবস্থান করছেন তিনি। এক লাফে তিন ধাপ এগিয়েছেন জ্যোতি। অবস্থান করছেন ব্যাটারদের তালিকায় ১৪ নম্বর স্থানে। র্যাঙ্কিংয়ে ছাড়িয়ে গেছেন ভারতের জেমিমাহ রুদ্রিগিজ, শেফালি ভার্মা ও হরমনপ্রীত কৌরদের।
র্যাঙ্কিংয়ে জ্যোতির পর সেরা ৫০ জনের তালিকাতেই জায়গা হয়নি বাংলাদেশের আর কোনো ব্যাটারের। তালিকায় ৫৬ নম্বরে আছেন মুর্শিদা খাতুন। অন্যদিকে মেয়েদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অজি তারকা ব্যাটার বেথ মুনি।
টি-টোয়েন্টিতে মেয়েদের বোলারদের র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন রাবেয়া খান। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও ৩ উইকেট নিয়েছেন তিনি। এবার পেলেন সুখবর। এক লাফে ৮ ধাপ এগিয়েছেন এই স্পিনার। অবস্থান করছেন সেরা দশের মধ্যে। তালিকায় তার অবস্থান ৮ নম্বরে। বাংলাদেশি বোলারদের মধ্যে যা সর্বোচ্চ। এ তালিকায় ৩১ নম্বরে জায়গা হয়েছে নাহিদা আক্তারের। ৭ ধাপ নিচে নেমে গেছেন তিনি। অন্যদিকে ১১ ধাপ উন্নতি হয়ে মারুফা আক্তারের অবস্থান তালিকার ৩২ নম্বরে।