বিশ্বকাপে ‘অলরাউন্ডারদের দল’ আফগানিস্তানের নেতা রশিদ খান

বিশ্বকাপে ‘অলরাউন্ডারদের দল’ আফগানিস্তানের নেতা রশিদ খান

বিশ্বকাপ হোক বা অন্য যে কোনো সিরিজ, যে কোনো দলের স্কোয়াডে পাল্লাটা ভারি থাকে ব্যাটারদের দিকেই। আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে চোখ রাখতেই চক্ষু চড়কগাছ। ব্যাটার যে মাত্র চার জন নিয়ে নামছে দলটা! 

তাহলে ১৫ জনের স্কোয়াডটা পূরণ করল কী করে এসিবি? উত্তর, অলরাউন্ডার দিয়ে। দলের অধিনায়ক রশিদ খান, তার পরিচয় অলরাউন্ডার। তার দলে আছে আরও পাঁচ অলরাউন্ডার। আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, করিম জানাত আছেন অভিজ্ঞদের কাতারে। ওদিকে এই অলরাউন্ডারদের তালিকায় চমক হচ্ছে নাঙ্গিয়াল খারোতির নাম। অভিষেক সিরিজে কিপটে বোলিংয়ের পাশাপাশি উইকেট নেওয়ার ক্ষমতায় বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছেন তিনি। 

বিশেষজ্ঞ ৪ ব্যাটার হলেন রহমানউল্লাহ গুরবাজ। সঙ্গে আছেন অভিজ্ঞ ইবরাহীম জাদরান ও নাজিবউল্লাহ জাদরান। তরুণ মোহাম্মদ ইশাককে রাখা হয়েছে বিকল্প উইকেটরক্ষক হিসেবে। 

অলরাউন্ডারদের তালিকায় গুলবাদিন আর করিম তো আছেনই, সঙ্গে পেস বিভাগে আফগানদের আরও তিন বোলার আছে। ফজলহক ফারুকি, নাভিন উল হক দলে জায়গা পেতেনই। সঙ্গে ফরিদ আহমেদ জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের স্কোয়াডে। ওদিকে আফগানদের স্পিন বিভাগও বেশ ঋদ্ধ। রশিদ খান আছেন, সঙ্গে মুজিব-উর-রহমানের সঙ্গে নুর আহমেদ দলের স্পিন বিভাগকে দিচ্ছে আরও বৈচিত্র্য।

আগামী ৪ জুন নবাগত উগান্ডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আফগানরা। ‘সি’ গ্রুপে আফগানরা আরও খেলবে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ও পাপুয়া নিউগিনির বিপক্ষে।

আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড-
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, নাঙ্গিয়াল খারোতি, নুর আহমেদ, নাভিন উল হক, ফজলহক ফারুকি, ফরিদ মালিক ও মুজিব উর রহমান।

রিজার্ভ খেলোয়াড়-
হজরতউল্লাহ জাজাই, সেদিকউল্লাহ আতাল ও সালিম সাফি।

সম্পর্কিত খবর